ঢাকা সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫

সড়ক দুর্ঘটনায় মৃত্যু

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ১৭, ২০২৫, ০২:০১ এএম

চট্টগ্রামের লোহাগাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে মেটারসাইকেল খাদে পড়ে সাকিবুল হাসান (২৪) নামে এক চালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় বাইকে থাকা সোহাগ নামে আরও একজন আহত হন। গতকাল রোববার দুপুর ২টার দিকে উপজেলার চুনতি ইউনিয়নের জাঙ্গালিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাকিবুল হাসান নাটোর জেলার সিংড়া উপজেলার পারসাথলী শেখপাড়ার বাসিন্দা মো. আতাউর রহমানের ছেলে।

বহরে থাকা মেঘলা নামক এক সফরসঙ্গী জানান, তারা জনপ্রিয় কন্টেইন ক্রিয়টর ফারজানা বীথিসহ ১৫ জন নারী-পুরুষ মিলে তিন দিন আগে রাজশাহী থেকে কক্সবাজারে এসেছিলেন, আজ সকালে কক্সবাজার থেকে ফেরার পথে চট্টগ্রামের লোহাগাড়ার চুনতি ইউনিয়নের জাঙ্গালিয়া নামক স্থানে মহাসড়কের ওপর বসানো গতিরোধকে গাড়ি নিয়ন্ত্রণ করতে না পেরে বাইকে থাকা দুজন সড়কের পাশে সেতুর নিচে খাদে পড়ে যায়। স্থানীয়রাসহ আমরা মিলে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে চিকিৎসক সাকিবকে মৃত ঘোষণা করেন।