শেরপুরের নকলায় ভারতীয় মদ পাচারের সময় দুজনকে আটক করেছে নকলা থানার পুলিশ। গত শনিবার রাতে ঢাকা-নালিতাবাড়ী আঞ্চলিক মহাসড়কের ধনাকুশা পুরাতন বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেনÑ হানিফ মিয়া (৪০) ও নুরুজ্জামান (৪৫)। উভয়ই শেরপুর সদর এলাকার বাসিন্দা। নকলা থানার ওসি মুহাম্মদ ফিরোজ হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চেকপোস্ট বসিয়ে সন্দেহজনক মোটরসাইকেল থামিয়ে তল্লাশি করা হয়। এ সময় চালক ও আরোহীর হেফাজতে থাকা ৯ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয় এবং মোটরসাইকেল জব্দ করা হয়। ওসি আরও জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আটক দুজনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

