নারায়ণগঞ্জের রূপগঞ্জে মেডিকেল কলেজে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষা সফর উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার দুপুরে উপজেলার কর্ণগোপ এলাকায় ইউএস-বাংলা মেডিকেল কলেজ অডিটোরিয়ামে এ সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইউএস-বাংলা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডাক্তার মোহাম্মদ আজিজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউএস-বাংলা মেডিকেল কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান ডাক্তার মাহাবুব ঢালী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডাক্তার মোহাম্মদ এনায়েত করিম, মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক মেজর (অব.) ডাক্তার এ কে এম মাহবুবুল হক, অধ্যাপক ব্রিগেডিয়ার জেনারেল ডাক্তার মোহাম্মদ আব্দুল মতিন, অধ্যাপক ডাক্তার স্বপ্না ভট্টাচার্য, অধ্যাপক ডাক্তার রওশন আরা খানম প্রমুখ।

