মেয়াদোত্তীর্ণ পণ্যের মজুত, বিএসটিআইয়ের নিষিদ্ধ গায়ের রঙ ফর্সা করার নামে নকল ক্রিম ও প্রসাধনি বিক্রি করায় ফরিদপুরের সদরপুরে এক ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। উপজেলার ঢেউখালী ইউনিয়নের পিঁয়াজখালী বাজারে কসমেটিকস ব্যবসায়ী রিংকু খানকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন ও বিএসটিআই।
গতকাল রোববার দুপুরে ঢেউখালী ইউনিয়নের পিঁয়াজখালী বাজার এলাকায় ওই দোকানে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত আনজুম পিয়া। জানা যায়, অভিযানে ‘খান ভ্যারাইটিজ স্টোর’ নামক দোকানে বিপুল পরিমাণে মেয়াদোত্তীর্ণ পণ্যের মজুত, বিএসটিআই কর্তৃক নিষিদ্ধ গায়ের রঙ ফর্সাকারী ক্রিম ও নকল কসমেটিকস বিক্রির অপরাধে দোকান মালিক রিংকু খানকে ২৫ হাজার টাকা অর্থদ- প্রদান করা হয়।

