টেস্ট ইতিহাসে শত বছরের রেকর্ডে নাম লিখিয়েছেন অস্ট্রেলিয়ান পেসার স্কট বোল্যান্ড। স্যাবাইনা পার্কে অনুষ্ঠিত দিবারাত্রির টেস্টে নাথান লায়নের পরিবর্তে একাদশে জায়গা পেয়ে নিজের কার্যকারিতা প্রমাণে একটুও ছাড় দেননি ৩৬ বছর বয়সি অজি এই ডানহাতি বোলার। ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংসে মাত্র ৩৪ রান খরচায় ৩ উইকেট নিয়ে বোল্যান্ড টেস্ট ক্রিকেটের ইতিহাসে গত ১১৫ বছরের মধ্যে সেরা বোলিং গড়ের মালিক হয়েছেন। টেস্টে অন্তত ২ হাজার বল করেছেন এমন বোলারদের মধ্যে বোল্যান্ড এখন সবার ওপরে। ১৪টি টেস্টে বোল্যান্ড এখন পর্যন্ত ১৭.৩৩ গড়ে শিকার করেছেন ৫৯টি উইকেট। এ তালিকায় তিনি পেছনে ফেলেছেন স্বদেশি কিংবদন্তি বার্ট আয়রনমঙ্গারকে যিনি ১৯২৮ থেকে ১৯৩৩ পর্যন্ত খেলা ১৪ টেস্টে ৭৪ উইকেট নিয়েছিলেন ১৭.৯৭ গড়ে। ১৯০০ সালের পর টেস্ট খেলা বোলারদের মধ্যে কেবল ইংল্যান্ডের সিড বার্নেসের গড়ই (১৬.৪৩ গড়ে ১৮৯ উইকেট) বোল্যান্ডের চেয়ে ভালো। বোল্যান্ডের এমন কীর্তির দিনে অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে ৮২ রানের লিড নেয়। প্রথম দিন ২২৫ রানে অলআউট হওয়ার পর অজিরা দ্বিতীয় দিনে পেসারদের দাপটে ওয়েস্ট ইন্ডিজকে গুটিয়ে দেয় ১৪৩ রানে। বোল্যান্ড নেন ৩ উইকেট, প্যাট কামিন্স ও জশ হ্যাজলউড পান ২টি করে। তবে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং বিপর্যয়ে পড়ে যায় অস্ট্রেলিয়া। ২৯ ওভার শেষে মাত্র ৯৯ রানে ৬ উইকেট হারায় তারা। তিন নম্বরে নামা ক্যামেরন গ্রিন অপরাজিত আছেন ৪২ রানে। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে সবচেয়ে সফল বোলার আলজারি জোসেফ, মাত্র ১৯ রানে নেন ৩ উইকেট। এরই মধ্যেই সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে আগেই সিরিজ নিশ্চিত করে ফেলেছে অস্ট্রেলিয়া।