টি-টোয়েন্টি সিরিজ জিতে শ্রীলঙ্কা সফরের শেষটা রাঙাল বাংলাদেশ। ইতিহাসে প্রথমবারের মতো শ্রীলঙ্কার মাটিতে দ্বিপক্ষীয় ক্রিকেট সিরিজ জিতল লাল-সবুজের জার্সিধারীরা। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে ৭ উইকেটে হেরে যায় তারা। তবে দ্বিতীয় ম্যাচে ৮৩ রানে জিতে সিরিজে ১-১ সমতায় ফেরে বাংলাদেশ।
গত বুধবার সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে ৮ উইকেটে জয় তুলে নিয়ে সিরিজ ২-১-এ নিজেদের করে নেন লিটন কুমার দাসরা। শ্রীলঙ্কা সফরে এটাই বাংলাদেশের সেরা সাফল্য। এর আগে টেস্ট ও ওয়ানডে সিরিজেও দারুণ সম্ভাবনা জাগিয়েছিল বাংলাদেশ। কিন্তু ব্যাটিং ব্যর্থতায় সিরিজ জিততে পারেনি তারা।
তবে গুরুত্বপূর্ণ সময়ে টি-টোয়েন্টি সিরিজে সফলতা পেল বাংলাদেশ দল। কেননা, আগামী ২০ জুলাই থেকে মিরপুরে শুরু হবে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের আরেকটি টি-টোয়েন্টি সিরিজ। কয়েক দিনের ব্যবধানে পাকিস্তানের বিপক্ষে খেলতে নেমে এই সিরিজেও সফল হওয়ার লক্ষ্য বাংলাদেশের। গতকাল শ্রীলঙ্কা থেকে দেশে ফিরেছেন ক্রিকেটাররা। আজ থেকে মাঠের প্রস্তুতি শুরু হবে তাদের। পাকিস্তান সিরিজ সামনে রেখে বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ক লিটন দাস বলেছেন, আসন্ন সিরিজ কঠিন হবে। শ্রীলঙ্কা সফরের আগে পাকিস্তানে গিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়ে এসেছে বাংলাদেশ। এবার বাংলাদেশের মাটিতেও বাংলাদেশকে হারিয়ে দিতে পারে পাকিস্তানিরা। লিটন বলেন, ‘পাকিস্তান সিরিজটা খুব সহজ হবে না আমাদের জন্য। কারণ ওদের দলে বেশ ভালো ভ্যারাইটি আছে। সবচেয়ে বড় কথা হলো, ওদের বেশির ভাগ ক্রিকেটারেরই বিপিএল খেলার অভিজ্ঞতা আছে। তাই তারা আমাদের কন্ডিশন সম্পর্কে জানে। সিরিজে দুই দলের জন্যই চ্যালেঞ্জ অপেক্ষা করছে। তবে আমি আশাবাদী। স্মার্ট ক্রিকেট খেলতে পারলে আমরা সিরিজ জিতব।’ মিরপুরের মাঠে খেলা হওয়ায় ব্যাটসম্যানদের জন্য কাজটা কঠিন হবে। লিটন বলেন, ‘পাকিস্তানের বিপক্ষে সিরিজের সব ম্যাচ মিরপুরে হবে। আমি জানি না, মিরপুর কেমন হবে এই মুহূর্তে। আমি যতটা জানি ঢাকায় প্রতিদিন বৃষ্টি হচ্ছে। বৃষ্টি হলে উইকেট ব্যাটারদের জন্য কঠিন হয়। আমরা ভালো ক্রিকেট খেলার চেষ্টা করব। ব্যাটাররা ব্যর্থ হলেও হতে পারে।’
সব দিক থেকে যখন সমালোচনা ধেয়ে আসছিল, তখনই ব্যাট হাতে জ¦লে উঠলেন লিটন দাস। শ্রীলঙ্কার মাটিতে বাংলাদেশের প্রথম সিরিজ জয়ের নায়ক বনে গেলেন এই অধিনায়ক। সিরিজ-সেরার পুরস্কার পাওয়া লিটনের জন্য স্বরূপে ফেরাটা যে কতটা কঠিন ছিল, সেটি জানালেন জাতীয় দলের ম্যানেজার নাফিস ইকবাল।
শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ শেষ করে গতকাল দেশে ফিরে তিনি বলেন, ‘তার জন্য এটা সহজ ছিল না। ও যেভাবে সিরিজে আসছিল, ব্যাড প্যাচ (বাজে ফর্ম) একটা যাচ্ছিল। আমরা জানি, আমাদের ব্যাড প্যাচ গেলে যেহেতু বাংলাদেশের সবাই খুব ইমোশনাল, সোশ্যাল মিডিয়ায় বেশি ট্রল করা হয়। এভাবে ফিরে আসা সঙ্গে নেতৃত্ব দেওয়া দলকে, অসাধারণ ভূমিকা পালন করেছে। ও নিজের ক্যারেক্টার শো করেছে, আশা করি এবং দোয়া করব, যেন এটা ধরে রাখে।’ শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয়ের পেছনে কোচিং স্টাফদেরও কৃতিত্ব দিলেন নাফিস। তিনি বলেন, ‘আমাদের কাজই তো এটা। ওদের বিশ্বাসটা ধরে রাখা। কোচিং স্টাফরা আছেÑ যে কোনো সময়ে, ভালো হোক বা খারাপ, আমাদের কিন্তু ওই ছন্দ রেখেই চলতে হয়। আমি খুবই গর্বিত, আমাদের ম্যানেজমেন্টে যারা ছিল, বিশেষ করে দেশি অনেকে ছিল। কৃতিত্বটা তাদের সবারও।’
আপনার মতামত লিখুন :