এই প্রথমবারের মতো শ্রীলঙ্কার মাটিতে দ্বিপক্ষীয় সিরিজ জয়ের রেকর্ড গড়েছে বাংলাদেশ। গত বুধবার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে জয় তুলে নেন লিটন কুমার দাসরা। এর আগে কখনো শ্রীলঙ্কার মাটিতে কোনো ফরম্যাটের ক্রিকেটেই সিরিজ জয়ের রেকর্ড নেই। এবার সিরিজের প্রথম ম্যাচে হেরে যাওয়ার পর শেষ দুটিতে জয় তুলে নেয় বাংলাদেশ। এই রেকর্ড জয়ের ব্যক্তিগত পর্যায়ের পারফরম্যান্স গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
পুরো টি-টোয়েন্টি সিরিজের মোট ফিফটি হয়েছে তিনটি। দুটিই করেছেন বাংলাদেশের ব্যাটসম্যানরা। মোট ছক্কা হয়েছে ৩৩টি, বাংলাদেশেরই ২০টি। সিরিজ শেষে ব্যাটিং ও বোলিংয়ের শীর্ষ পাঁচেও বাংলাদেশিদের জয়জয়কার। রানের দিক থেকে ব্যাটিংয়ে সেরা পাঁচের তিনজনই হলেন বাংলাদেশের। এর মধ্যে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ফিফটি করা লিটন দাস এবং তৃতীয় টি-টোয়েন্টিতে ফিফটি করা তানজিদ হাসানের পাশাপাশি আছে তাওহিদ হৃদয়ের নাম। এর মধ্যে শেষ ম্যাচে দলকে জিতিয়ে অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন হৃদয় ও তানজিদ। আর সিরিজের তিন ম্যাচে ৬, ৭৬ ও ৩২ রানের ইনিংস খেলে সিরিজ-সেরা হয়েছেন বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ক লিটন দাস।
এদিকে, এক ম্যাচ খেলেই শীর্ষ বোলারদের তালিকায় ১ নম্বরে উঠে যান বাংলাদেশের শেখ মেহেদী হাসান। শেষ টি-টোয়েন্টিতে তিনি মাত্র ১১ রান দিয়ে নেন ৪ উইকেট। সিরিজে ৪ উইকেট নেওয়া অন্য বোলার বাংলাদেশের রিশাদ হোসেন। বোলারদের তালিকায় শীর্ষে থাকা অফ স্পিনার মেহেদী টি-টোয়েন্টিতে ৫০ উইকেট নেওয়া পঞ্চম বাংলাদেশি বোলার হলেন। সাকিব আল হাসান, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলামের পাশে নাম লেখান তিনি। তার ক্যারিয়ার-সেরা ১১ রানে ৪ উইকেট টি-টোয়েন্টি ফরম্যাটে শ্রীলঙ্কার বিপক্ষে যেকোনো বাংলাদেশি বোলারের সেরা বোলিং পারফরম্যান্সের রেকর্ড।
অন্যদিকে ২-১ সিরিজ জয়ের মাধ্যমে লিটন দাস বিদেশের মাটিতে দুটি টি-টোয়েন্টি সিরিজ জেতা প্রথম বাংলাদেশি অধিনায়ক হলেন। এর আগে তিনি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ক্যারিবীয় মাটিতে ৩-০ ব্যবধানে সিরিজ জিতেছিলেন। তা ছাড়া তানজিদ তামিমের ৪৭ বলে অপরাজিত ৭৩ রান টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কার বিপক্ষে একজন বাংলাদেশি ওপেনারের সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর। এটি ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ^কাপে শারজায় নাঈম শেখের ৫২ বলে ৬২ রানকে ছাড়িয়ে গেছে। মজার আরেকটি রেকর্ডও গড়েছেন লিটন। বাংলাদেশের প্রথম অধিনায়ক হিসেবে টানা ৯টি টস হেরেছেন তিনি।
আপনার মতামত লিখুন :