শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: জুলাই ১৮, ২০২৫, ০৩:৫৮ এএম

সাকিবদের হারিয়ে ফাইনালে রংপুর

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: জুলাই ১৮, ২০২৫, ০৩:৫৮ এএম

সাকিবদের হারিয়ে ফাইনালে রংপুর

ওয়েস্ট ইন্ডিজের গায়ানায় চলমান গ্লোবাল সুপার লিগে (জিএসএল) গত বুধবার দিবাগত রাতে মুখোমুখি হয়েছিল সোহানের নেতৃত্বাধীন রংপুর রাইডার্স ও সাকিব আল হাসানের দল দুবাই ক্যাপিটালস। এই ম্যাচে সাকিবদের ৮ রানে হারান সোহানরা। এতে টানা তিন ম্যাচ জিতে টুর্নামেন্টের ফাইনালে উঠেছে রংপুর। ফাইনালে রংপুরের প্রতিপক্ষ গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স। ১৯ জুলাই হবে ফাইনাল।

ম্যাচটিতে জয়ের জন্য শেষ ১২ বলে দুবাই ক্যাপিটালসের দরকার ছিল ২৮ রান। লক্ষ্যটা খুব সহজ ছিল না। তবে আজমতউল্লাহ ওমরজাইয়ের প্রথম চার বল থেকেই ১৮ রান নিয়ে ফেলেন কায়েস আহমেদ, সঙ্গে যোগ হয় একটি ওয়াইডের রান। রংপুর রাইডার্সের বিপক্ষে জয়ের জন্য দুবাইয়ের সমীকরণ নেমে আসে ৮ বলে ৯ রানে।

বোলিংয়ে এক আফগান, ব্যাটিংয়ে আরেক আফগান। ওমরজাইয়ের পঞ্চম বলে দৃশ্যপটে আসেন ইবরাহিম জাদরান। এবার ওমরজাইকে আবার তুলে মারতে গিয়ে জাদরানের হাতে ক্যাচ দেন কায়েস। দুবাইয়ের হাতে ছিল আর এক উইকেট। পরের ওভারে খালেদ আহমেদের দ্বিতীয় বলে ওই জাদরানের হাতে ক্যাচ তোলেন শেষ ব্যাটসম্যান ডমিনিক ড্রেকসও। রোমাঞ্চকর সমাপ্তিতে রংপুর ম্যাচ জিতে নেয়।

এই হারে টুর্নামেন্ট থেকে বিদায় নিল সাকিবের দল দুবাই ক্যাপিটালস। সেন্ট্রাল ডিস্ট্রিক্টের বিপক্ষে জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করলেও দুবাই ক্যাপিটালস পরের দুই ম্যাচে হেরেছে হোবার্ট হারিকেনস ও গায়ানা অ্যামাজনের কাছে। পাঁচ দলের লিগ পদ্ধতির এই টুর্নামেন্টে ফাইনাল খেলার আশা বাঁচিয়ে রাখতে জয়ের বিকল্প ছিল না দলটির।

তবে রংপুরের ১৫৮ রান তাড়া করতে নেমে দুবাই প্রথম দুই ওভারের মধ্যে ২ উইকেট হারিয়ে খেই হারাতে শুরু করে। ৭৬ রানে চতুর্থ উইকেটের পতনের পর ব্যাট করতে নামেন সাকিব।

প্রথম ম্যাচে ৫৮ রানের অপরাজিত ইনিংস খেলা এই বাঁহাতিও দুবাইয়ের ভরসা হতে পারেননি। ৬ বলে ৩ রান করার পর সাইফ হাসানের বলে নুরুল হাসানের স্টাম্পিংয়ের শিকার হন বাংলাদেশের সাবেক অধিনায়ক। তবে শেষ দিকে ঝোড়ো ব্যাটিংয়ে দুবাইয়ের আশা জাগিয়েছিলেন কায়েস, যা আরেক আফগান ওমরজাই বাস্তব হতে দেননি।

এর আগে টস জিতে ব্যাট করতে নামা রংপুর দেড়শর বেশি রান তোলে ইফতেখার আহমেদ, সৌম্য সরকার ও নুরুল হাসানের তিনটি মাঝারি ইনিংসে ভর করে। ইফতেখার ৩২ বলে ৪১ এবং নুরুল ১৮ বলে ৩৪ রান করে অপরাজিত থাকেন। দুজনের অবিচ্ছিন্ন ষষ্ঠ উইকেট জুটি ৩২ বলে ৫৪ রান যোগ করে।

এর আগে ওপেনার সৌম্য ৪ ছক্কায় ২৮ বলে ৩৬ রান করে যান। দুবাইয়ের হয়ে অপরাজিত সাকিব ৪ ওভার বল করে ১৬ রান দিয়ে নেন সৌম্যর উইকেট। দিন শেষে হেসেছেন অবশ্য সৌম্যই। গতবার গ্লোবাল সুপার লিগে চ্যাম্পিয়ন হওয়া রংপুর এবার এক ম্যাচ হাতে রেখেই ফাইনাল নিশ্চিত করেছে।

রূপালী বাংলাদেশ

Shera Lather
Link copied!