টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বকালের সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় ভারতের বিরাট কোহলিকে পেছনে ফেলে পঞ্চম স্থানে উঠে এলেন অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার। চলতি বছরের শুরুতে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও বিশে^র বিভিন্ন টি-টোয়েন্টি লিগে দাপট দেখিয়ে যাচ্ছেন সাবেক এই অজি ওপেনার। গতকাল সোমবার (১১ আগস্ট) ইংল্যান্ডের ‘দ্য হান্ড্রেড’ টুর্নামেন্টে লন্ডন স্পিরিটের হয়ে ম্যানচেস্টার অরিজিনালসের বিপক্ষে খেলার সময়ই ওয়ার্নার পেছনে ফেললেন ভারতের তারকা ব্যাটার বিরাট কোহলিকে। ইংল্যান্ডের ‘দ্য হান্ড্রেড’ টুর্নামেন্টে লন্ডন স্পিরিটের হয়ে দুর্দান্ত ফর্মে আছেন ৩৮ বছর বয়সি ডেভিড ওয়ার্নার।
চলতি আসরে টানা দুটি অর্ধশতকসহ তিন ম্যাচে ৭৫.০০ গড়ে তিনি করেছেন ১৫০ রান এবং স্ট্রাইক রেট ১৪১.৫০। এই দারুণ ফর্মের সুবাদে বর্তমানে তিনি টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক। সোমবার ম্যানচেস্টার অরিজিনালসের বিপক্ষে ক্যারিয়ারের ৪১৯তম টি-টোয়েন্টি ম্যাচে ৫১ বলে ৭১ রান করেন ওয়ার্নার। এই ইনিংসের মাধ্যমে তিনি বিরাট কোহলিকে পেছনে ফেলে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় পঞ্চম স্থানে জায়গা করে নেন। তবে ওয়ার্নারের রেকর্ডের পরেও লন্ডন স্পিরিট ম্যাচটি জিততে পারেনি। ১৬৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে তাদের দল মাত্র ২০ রানের বেশি করতে পারেনি। অন্যদিকে, ম্যানচেস্টারের ফিল সল্ট (৩১ বলে ২০), বেন ম্যাককিনি (১২ বলে ২৯) এবং জস বাটলার (৩৭ বলে ৪৬) গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। টি-টোয়েন্টির সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় ওয়ার্নারের অবস্থান এখন পঞ্চম। কোহলিকে পেছনে ফেলে ওয়ার্নার ১৩,৫৪৫ রান করেছেন (৮টি সেঞ্চুরি ও ১১৩টি অর্ধশতক), ৪১৯ ম্যাচে।
অন্যদিকে, কোহলির রান ১৩,৫৪৩ (৯টি শতক ও ১০৫টি অর্ধশতক) তবে তিনি ওয়ার্নার থেকে পাঁচ ম্যাচ কম খেলেছেন। এই তালিকায় বর্তমানে চতুর্থ স্থানে রয়েছেন পাকিস্তানের শোয়েব মালিক, যার রান ১৩,৫৭১ (৫৫৭ ম্যাচে)। মাত্র ১৬ রান করলে মালিককে পেছনে ফেলবেন ওয়ার্নার। টি-টোয়েন্টি ক্রিকেটের সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় শীর্ষে রয়েছেন ক্রিস গেইল (৪৬৩ ম্যাচে ১৪,৫৬২ রান), দ্বিতীয় স্থানে কাইরন পোলার্ড (৭০৭ ম্যাচে ১৩,৮৫৪ রান) এবং তৃতীয় স্থানে অ্যালেক্স হেলস (৫০৩ ম্যাচে ১৩,৮১৪ রান)।