আজিজুল হাকিমের নেতৃত্বে ইংল্যান্ডের বিপক্ষে খেলবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। বর্তমানে ব্যস্ত সময় পার করছেন দেশের যুব ক্রিকেটাররা। সম্প্রতি দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে সফর শেষে এবার ইংল্যান্ড সফর তাদের সামনে। আজ ইংল্যান্ডের বিমান ধরবেন আজিজুল। ইংল্যান্ড সফরে পাঁচটি ওয়ানডে ম্যাচের সিরিজ খেলবে তারা। আসন্ন এই সফরের জন্য ১৫ জনের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
প্রত্যাশিতভাবে বাংলাদেশের যুবাদের নেতৃত্ব দেবেন আজিজুল হাকিম তামিম। আর নিয়মিত ক্রিকেটারদের মধ্যে প্রায় সবাই আছেন। স্ট্যান্ডবাই রাখা হয়েছে পাঁচজনকে। আগামী ৫ সেপ্টেম্বর লাফবোরোর হাসলেগ্রেভ গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে বাংলাদেশ ও ইংল্যান্ডের প্রথম এক দিনের ম্যাচ। একই মাঠে ৭ সেপ্টেম্বর হবে দ্বিতীয় এক দিনের খেলা। তিন দিন পর ১০ সেপ্টেম্বর ব্রিস্টলের সিট ইউনিক মাঠে হবে তৃতীয় ম্যাচ। সিরিজের বাকি দুই ম্যাচ হবে ১২ ও ১৪ সেপ্টেম্বর বেকেনহামের কেন্ট কাউন্টি ক্রিকেট গ্রাউন্ডে। পাঁচ ম্যাচের এক দিনের সিরিজ খেলে ১৬ সেপ্টেম্বর দেশে ফিরবেন বাংলাদেশের যুবারা।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল : আজিজুল হাকিম তামিম (অধিনায়ক), জাওয়াদ আবরার, সামিউন বসির রাতুল, দেবাশীষ সরকার দেবা, রিজান হোসেন, আল ফাহাদ, স্বাধীন ইসলাম, মো. আব্দুল্লাহ, ফরিদ হাসান ফয়সাল, কালাম সিদ্দিকী আলীন, সানজিদ মজুমদার, রিফাত বেগ, শাহরিয়ার আল আমিন, সাদ ইসলাম রাজিন ও ফারহান শাহরিয়ার। স্ট্যান্ড বাই: আহমেদ শাহরিয়ার, ফারজান আহমেদ আলিফ, শাহরিয়ার আজমির, রাফি উজ্জামান রাফি, মো. সবুজ।