বাংলাদেশ ও নেদারল্যান্ডস সিরিজ চলাকালীন গতকাল সোমবার সিলেটে হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভা। এ সভা ঘিরে আগ্রহ ছিল সবার। কেননা সামনে বিসিবি নির্বাচন। আসন্ন নির্বাচন নিয়ে বিসিবি সভায় কী সিদ্ধান্ত আসে, সেটিই দেখার বিষয় ছিল। বোর্ড সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আগামী অক্টোবরের প্রথম সপ্তাহে হবে বিসিবি নির্বাচন। সভা শেষে এ কথা জানালেন বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিম। নির্বাচনের জন্য ৩ সদস্যবিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হবে। নির্বাচন কমিশনের মাধ্যমেই নির্বাচনের তারিখ জানা যাবে। ধারণা করা হচ্ছে, ৪ অক্টোবর হতে পারে বিসিবি নির্বাচন।
সম্প্রতি ক্রিকেট বোর্ডের নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হচ্ছে বলে প্রতিবাদ জানায় ঢাকার ক্লাবগুলোর সংগঠন ঢাকা ক্রিকেট ক্লাব অর্গানাইজার্স অ্যাসোসিয়েশন। তবে সঠিক সময়েই হতে যাচ্ছে বিসিবি নির্বাচন। তবে নির্বাচন কমিশনে কে কে থাকছেন, সেটি এখনো চূড়ান্ত হয়নি। গণমাধ্যমের সাক্ষাৎকারের জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল বিসিবি নির্বাচন করার ঘোষণা দিয়েছেন। নির্বাচনে তার অংশ নেওয়া নিশ্চিত হওয়ায় সবার মধ্যে আগ্রহ বাড়ছে।
অন্যদিকে, নির্বাচনের ব্যাপারে আলোচনা হওয়ার পাশাপাশি আগামী বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) নিয়েও সিদ্ধান্ত এসেছে। বিপিএল পরিচালনার দায়িত্ব ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির হাতে দেওয়া হচ্ছে। আইপিএলে কাজ করা আইএমজির সঙ্গে তিন বছরের চুক্তি করছে বিসিবি। ফলে বিদেশি কোম্পানির হাতেই যাচ্ছে বিপিএল পরিচালনার দায়িত্ব। নানা প্রক্রিয়া শেষে তিন মৌসুমের জন্য বিপিএলের দায়িত্ব পেতে যাচ্ছে যুক্তরাষ্ট্রভিত্তিক স্পোর্টস ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান আইএমজি। এর আগে বিসিবির বিজ্ঞাপনে সাড়া দিয়ে ভারতের রিয়াল ইমপ্যাক্ট, পাকিস্তানের অ্যাপেক্স স্পোর্টস, যুক্তরাষ্ট্রের আইএমজি ও অ্যাবসুলেট লেজেন্ডস স্পোর্টস, আমেরিকা ও বাংলাদেশি প্রতিষ্ঠান আইপিজি গ্রুপ, মাইন্ড ট্রি লিমিটেড এবং ট্র্যান্সপোর্ট গ্রুপসহ মোট সাতটি প্রতিষ্ঠান আগ্রহ প্রকাশ করেছিল। মাসখানেক আগে পাঁচটি প্রতিষ্ঠানের প্রেজেন্টেশন নেওয়ার পর সবশেষ তিনটি প্রতিষ্ঠান বিসিবির সংক্ষিপ্ত তালিকায় জায়গা পায়। তবে ইভেন্ট ম্যানেজমেন্ট বাবদ আইএমজি কত অর্থ পাবে? বিসিবিকে কত টাকা দিতে হবে? তা এখনো খোলাসা করা হয়নি।
অন্যদিকে, আইসিসির এলিট প্যানেলের সাবেক আম্পায়ার সাইমন টোফেলকে দুই বছরের চুক্তিতে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিসিবির সভায়। মূলত দেশি আম্পায়ারদের দক্ষতা বাড়াতে অস্ট্রেলিয়ার সাবেক এ আম্পায়ার যুক্ত হচ্ছেন বিসিবিতে। যদিও শুরুর দিকে শোনা গিয়েছিল ৩ বছরের চুক্তিতে থাকবেন টোফেল। আগামী দুই বছর দেশের আম্পায়ারসহ বাকি অফিসিয়ালদের নিয়ে কাজ করবেন প্রথিতযশা এ আম্পায়ার। অস্ট্রেলিয়ান এ আম্পায়ার টানা পাঁচবার আইসিসির বর্ষসেরা আম্পায়ারের পুরস্কার জেতেন। বিসিবিতে সাইমন টোফেলকে যুক্ত করা প্রসঙ্গে সবশেষ বোর্ড মিটিং শেষে আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু বলেছিলেন, ‘সম্প্রতি আমরা আইসিসির সাবেক এলিট আম্পায়ার সাইমন টোফেলের সঙ্গে যোগাযোগ করেছি।’ অন্যদিকে বিপিএলের তদন্ত প্রতিবেদন বিসিবি হাতে জমা পড়েছে। তবে এ ব্যাপারে সভায় কোনো আলোচনা হয়নি বলে জানান ফাহিম। তিনি জানালেন, বিসিবির পক্ষ থেকে এ ব্যাপারে শিগগির কিছু জানানো হবে।