এবার ভুটান নারী লিগে খেলতে গেলেন বাংলাদেশের ফুটবলার নিলুফা ইয়াসমিন নীলা। প্রথমবারের মতো দেশের বাইরের ক্লাবে খেলতে গেলেন তিনি। দুটি উইমেনস সাফ জয়ী এই ডিফেন্ডার যোগ দিয়েছেন পারো এফসিতে। সামাজিক যোগাযোগমাধ্যমে গতকাল সোমবার পোস্ট দিয়ে ভুটানের ক্লাব পারো এফসিতে যোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন নীলা। এ নিয়ে দেশটির বিভিন্ন ক্লাবে চলতি মৌসুমে যোগ দিলেন বাংলাদেশের ১৭ জন নারী ফুটবলার। সাবিনা খাতুন, ঋতুপর্ণা চাকমা, মনিকা চাকমা, মাতসুশিমা সুমাইয়া ও শিউলি আজিম পারো এফসিতে যোগ দিয়েছেন আগেই। এবার তাদের সঙ্গী হলেন নীলা। সানজিদা খাতুন, মারিয়া মান্দা ও শামসুন্নাহার সিনিয়র খেলছেন থিম্পু সিটির হয়ে এবং মাসুরা পারভীন, টানা দুই উইমেনস সাফ চ্যাম্পিয়নশিপে সেরা গোলকিপারের পুরস্কার জেতা রুপনা চাকমা ও কৃষ্ণা রানী সরকার খেলছেন ট্রান্সপোর্ট ইউনাইটেডের হয়ে। তহুরা খাতুন, শামসুন্নাহার জুনিয়র, শাহেদা আক্তার রিপা, স্বপ্না রানী ও জাতীয় দলের অধিনায়ক ও ডিফেন্ডার আফঈদা খন্দকার যোগ দিয়েছেন রয়্যাল থিম্পু কলেজ এফসিতে।