মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


মাঠে ময়দানে প্রতিবেদক

প্রকাশিত: অক্টোবর ২৮, ২০২৫, ০২:৪৪ এএম

আফগানদের বিপক্ষে সিরিজ

বাংলাদেশ যুব দল ঘোষণা

মাঠে ময়দানে প্রতিবেদক

প্রকাশিত: অক্টোবর ২৮, ২০২৫, ০২:৪৪ এএম

বাংলাদেশ যুব দল ঘোষণা

সফরকারী আফগানিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৬ সদস্যের অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা করেছে বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে সিরিজে বাঁহাতি স্পিনার রাফি উজ্জামান রাফি ও পেসার ইকবাল হোসেনকে দলে ফেরানো হয়েছে। সবশেষ খেলা ইংল্যান্ড সিরিজের দল থেকে বাদ পড়েছেন সানজিদ মজুমদার, শাহরিয়ার আল আমিন ও ফারহান শাহরিয়ার। আজিজুল হাকিমের নেতৃত্বাধীন দলে আরও ডাক পেয়েছেন মোহাম্মদ সবুজ ও আব্দুর রহিম। মোহাম্মদ সবুজ ও রাফি ইংল্যান্ড সফরে স্ট্যান্ডবাই হিসেবে ছিলেন। কিন্তু দুজনের কেউ খেলার সুযোগ পাননি।

এ পর্যন্ত সাতটি লিস্ট ‘এ’ ম্যাচ খেলে ৮ উইকেট নেওয়া রাফি অনূর্ধ্ব-১৯ দলের হয়ে সবশেষ মাঠে নামেন গত আগস্টে, জিম্বাবুয়ে সফরে। আর ইকবাল সবশেষ যুবাদের হয়ে খেলেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। লিস্ট ‘এ’তে ৯ ম্যাচ খেলে ৪ উইকেট শিকার করেছেন তিনি। বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের ম্যাচগুলো হবে বগুড়া ও রাজশাহীতে। সিরিজের প্রথম দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে বগুড়ার শহিদ চান্দু ক্রিকেট স্টেডিয়ামে, ২৮ ও ৩১ অক্টোবর। বাকি তিন ম্যাচ হবে রাজশাহী বিভাগীয় ক্রিকেট স্টেডিয়াম (আগের নাম শহিদ কামারুজ্জামান স্টেডিয়াম), ৩, ৬ ও ৯ নভেম্বর। আগামী বছরের যুব বিশ^কাপের জন্য তৈরি হওয়ার পথচলায় সিরিজটি খেলবে বাংলাদেশ। সেই প্রক্রিয়ার অংশ হিসেবেই গত মাসে ইংল্যান্ড সফরে গিয়েছিল আজিজুল হাকিম তামিমের দল। সেখানে ইংলিশ যুবাদের বিপক্ষে প্রথম দুই ওয়াডে শেষে ১-১ হওয়ার পর, বাকি তিন ম্যাচ আর হতে পারেনি বৃষ্টিতে। ইংল্যান্ড সফরের আগে জিম্বাবুয়ে সফর ছিল তাদের। সেখানে ত্রিদেশীয় সিরিজে তারা চ্যাম্পিয়ন হয় ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে। এর আগে গত জুলাইয়ে ছিল তাদের শ্রীলঙ্কা সফর। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘরের মাঠে সবশেষ খেলেছে ২০২৪ সালের নভেম্বরে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে। প্রায় ১১ মাস পর আবারও দেশের মাটিতে ফিরছে তারা। এই সিরিজ শেষ হলেই সামনে যুব এশিয়া কাপ, ডিসেম্বরে যেটি হবে নেপালে। এরপর জানুয়ারিতে জিম্বাবুয়ে ও নামিবিয়ায় বসবে অনূর্ধ্ব-১৯ বিশ^কাপের আসর।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল: আজিজুল হাকিম (অধিনায়ক), জাওয়াদ আবরার, সামিউন বাশির, দেবাশিস সরকার, রিজান হোসেন, আল ফাহাদ, স্বাধীন ইসলাম, মোহাম্মদ আবদুল্লাহ, ফরিদ হাসান, কালাম সিদ্দিকি, রিফাত বেগ, সাদ ইসলাম, মোহাম্মদ সবুজ, রাফি উজ্জামান রাফি, আব্দুর রহিম, ইকবাল হোসেন।

 

রূপালী বাংলাদেশ

Link copied!