মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


মাঠে ময়দানে ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ২৮, ২০২৫, ০২:৪৫ এএম

সান্তোস না মিয়ামি, দ্বিধাদ্বন্দ্বে নেইমার

মাঠে ময়দানে ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ২৮, ২০২৫, ০২:৪৫ এএম

সান্তোস না মিয়ামি, দ্বিধাদ্বন্দ্বে নেইমার

ব্রাজিল সুপারস্টার নেইমারের সামনে দুটি পথ খোলা। বর্তমান ক্লাব সান্তোসের সঙ্গে নতুন চুক্তি করবেন, নাকি মেজর লিগ সকারের (এমএলএস) দল ইন্টার মিয়ামিতে নাম লেখাবেন? কী সিদ্ধান্ত নেবেন নেইমারÑ এ নিয়ে দ্বিধাদ্বন্দ্বে আছেন এই ফুটবলার। ইন্টার মিয়ামিতে খেলছেন নেইমারের পুরোনো দুই সতীর্থ লিওনেল মেসি ও লুইস সুয়ারেজ। ফুটবলপ্রেমীরা বার্সেলোনার সেই বিখ্যাত ‘এমএসএন’ ত্রয়ীকে মিয়ামিতে দেখার স্বপ্ন দেখছে। তবে ৩৩ বছর বয়সি এই ফরোয়ার্ডকে এ বছরের মধ্যেই নিজের ক্যারিয়ারের জন্য কঠিন সিদ্ধান্ত নিতে হবে। গত জানুয়ারিতে সৌদি আরবের আল হিলাল ছেড়ে নেইমার ফিরেছিলেন নিজের শুরুর ক্লাব সান্তোসে। জাতীয় দল ও ক্লাবের হয়ে বারবার চোটে পড়ায় তার পারফরম্যান্সে প্রভাব পড়েছে। হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে তিনি এখনো পুরোপুরি ফিট নন এবং পুনর্বাসন প্রক্রিয়ায় আছেন।

স্প্যানিশ পত্রিকা ‘দৈনিক স্পোর্ত’ জানিয়েছে, নেইমারের মাথায় এখন বড় লক্ষ্য আগামী বছরের বিশ^কাপের আগে আবার আলোচনায় ফেরা। তিনি এমন এক ক্লাবে যেতে চান, যেখানে খেলে জাতীয় দলের কোচ কার্লো আনচেলত্তির নজরে আসতে পারবেন। কিন্তু সমস্যা হচ্ছে, আল হিলালে খেলার সময় পাওয়া গুরুতর হাঁটুর ইনজুরির পর থেকে ইউরোপের বড় কোনো ক্লাব আর তার প্রতি আগ্রহ দেখাচ্ছে না। ‘স্পোর্ত’-এর তথ্যমতে, ‘ইউরোপীয় ফুটবলের দরজা আপাতত নেইমারের জন্য বন্ধ।’ সেই চোটের পর থেকেই নেইমারের খেলায় আগের ধার আর দেখা যাচ্ছে না।

বর্তমানে তার সামনে বিকল্প দুটিÑ সান্তোসের সঙ্গে চুক্তি নবায়ন করে নিজের দেশে থাকা অথবা যুক্তরাষ্ট্রে ইন্টার মিয়ামিতে যোগ দেওয়া। এমএলএসে খেলার প্রতি নেইমারের আগ্রহ অনেক দিনের। সেখানকার জীবনযাপন তুলনামূলক সহজ এবং প্রচার-প্রসারও বেশি। তবে সবচেয়ে বড় আকর্ষণ হলো মেসি ও সুয়ারেজ। ইন্টার মিয়ামির হয়ে দুজনেই খেলছেন আর মেসি সম্প্রতি ক্লাবটির সঙ্গে নতুন তিন বছরের চুক্তি করেছেন। পুরোনো বন্ধুদের পাশে আবার খেলতে পারাটা নেইমারের কাছে আগ্রহের হতে পারে।

এক সাক্ষাৎকারে তিনি নিজেই বলেছিলেন, ‘মেসি আর সুয়ারেজের সঙ্গে আবার খেলতে পারলে দারুণ লাগবে। আমরা এখনো নিয়মিত কথা বলি।’ এখন দেখার পালা, নেইমার কোন পথে হাঁটেনÑ সান্তোসে থেকে ক্যারিয়ারের শেষটা দেশে রাঙাবেন, নাকি মিয়ামিতে গিয়ে পুরোনো সঙ্গীদের সঙ্গে আবার মাঠ মাতাবেন।

রূপালী বাংলাদেশ

Link copied!