দীর্ঘ রেসলিং ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন ইতিহাস গড়লেন জন সিনা। ‘র’-এর সোমবারের পর্বে ডমিনিক মিস্টেরিওকে হারিয়ে তিনি জিতলেন ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ, যা ছিল তার ক্যারিয়ারের একমাত্র অপূর্ণতা। এই জয়ের মধ্য দিয়ে রেসলিংয়ের গ্র্যান্ড স্লামও পূর্ণ হলো জন সিনার। ডব্লিউডব্লিউইর ইতিহাসে গ্র্যান্ড স্লাম জেতা ২৫তম খেলোয়াড় তিনি। ডব্লিউডব্লিউইর চারটি বড় শিরোপাÑ ডব্লিউডব্লিউই, ইন্টারকন্টিনেন্টাল, ইউনাইটেড স্টেটস ও ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ অন্তত একবার করে জিতলেই গ্র্যান্ড স্লাম ধরা হয়। এত দিন তিনটি বেল্টের মালিক হলেও ইন্টারকন্টিনেন্টাল শিরোপাটা ছিল অধরা সিনার। অবশেষে সেটিও এল তার ঝুলিতে। ম্যাচে শুরু থেকে লড়াই ছিল তীব্র। গত রেসলম্যানিয়া থেকে শিরোপা ধরে রাখা ডমিনিক আক্রমণাত্মক ছিলেন। কয়েকবার নিয়ম ভাঙারও চেষ্টা করেন। একপর্যায়ে তার সাবমিশন মুভ রেফারির চোখ এড়িয়ে যায়। তবু নিজের ছন্দ হারাননি সিনা। শেষ দিকে মিস্টেরিওর ‘ফ্রগ স্প্ল্যাশ’ কাউন্টার করে সিনা মারেন নিজের সিগনেচার ‘অ্যাটিটিউড অ্যাডজাস্টমেন্ট’।
সেখান থেকেই তিন কাউন্টে পেয়ে যান জয়। এই শিরোপার বিশেষত্ব আরও একটি কারণেÑ দীর্ঘ ক্যারিয়ারে এই প্রথম টেলিভিশনে ইন্টারকন্টিনেন্টাল টাইটেলের জন্য লড়লেন সিনা। আগে কেবল হাউস শোতে সুযোগ পেয়েছিলেন। সম্ভবত এটিই ছিল তার শেষ সুযোগ। সেই সুযোগ কাজে লাগিয়ে নিজের রেকর্ড বইয়ে যোগ করলেন শিরোপা। এর আগে ১৭ বার ডব্লিউডব্লিউই, পাঁচবার ইউনাইটেড স্টেটস, চারবার ট্যাগ টিম শিরোপা জিতেছেন সিনা। এখন তার নাম যুক্ত হলো সেই অভিজাত তালিকায়, যেখানে আছেন শন মাইকেলস, ট্রিপল এইচ, ক্রিস জেরিকো, কার্ট অ্যাঙ্গেল, কেন, এডি গুয়েরোর মতো কিংবদন্তিরা।

