ঢাকা সোমবার, ০৮ ডিসেম্বর, ২০২৫

ইন্টারন্যাশনাল লিগ টি-২০

আমিরাতে মোস্তাফিজ-ম্যাজিক ভালো কিছুর আশায় তাসকিন

মাঠে ময়দানে প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ৮, ২০২৫, ০৭:১০ এএম

সংযুক্ত আরব আমিরাত ক্রিকেট বোর্ড কর্তৃক আয়োজিত ফ্র্যাঞ্চাইজি ইন্টারন্যাশনাল লিগ (আইএল) টি-২০ টুর্নামেন্টে ভিন্ন তিন দলের হয়ে খেলছেন বাংলাদেশের তিন ক্রিকেটার। তারা হলেনÑ সাকিব আল হাসান, মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ। এরই মধ্যে টুর্নামেন্টে অভিষেক ম্যাচেই ম্যাজিক্যাল পারফরম্যান্স উপহার দিয়েছেন মোস্তাফিজ। তাসকিন আহমেদ ভালো কিছু করে দেখানোর অপেক্ষায় আছেন। এ জন্য সবার কাছে দোয়া চেয়েছেন এই অভিজ্ঞ বোলার। অন্যদিকে নিজের সেরাটা নিংড়ে দেওয়ার অপেক্ষায় আছেন সাকিব।

দুবাই ক্যাপিটালসের হয়ে আইএল টি-২০ টুর্নামেন্টে প্রথম ম্যাচ খেলতে নেমে বোলিংয়ে নিজেকে মেলে ধরেন বাংলাদেশের ‘কাটার মাস্টার’ খ্যাত মোস্তাফিজ। ৪ ওভারে ২৬ রান দিয়ে ২টি উইকেট নেন এই বাঁহাতি পেসার। শুধু বোলিং নয়, ফিল্ডিংয়েও আলো ছড়ান মোস্তাফিজ। দুটি ক্যাচও নেন। তবে মোস্তাফিজের দল জেতেনি। গালফ জায়ান্টসের কাছে ৪ উইকেটে হেরেছে দুবাই ক্যাপিটালস। দুবাইয়ের মাঠে আগে ব্যাটিং করে ক্যাপিটালস ১৬০ রান তুলেছিল। জবাবে ৭ বল ও ৪ উইকেট হাতে রেখে জিতেছে গালফ জায়ান্টস। বোলিংয়ে নেমে প্রথম বলেই উইকেটে পান মোস্তাফিজ। ইনিংসের দ্বিতীয় ওভারের প্রথম বলে ফেরান গালফ ওপেনার রহমানউল্লাহ গুরবাজকে। প্রথম ওভারে ১১ রান দেওয়া মোস্তাফিজ এরপর আসেন পাওয়ার প্লের শেষ ওভারে। উইকেট পেতে পারতেন এই ওভারের শেষ বলেও। তার বলে ক্যাচ তুলেছিলেন জেমস ভিন্স। কিন্তু ব্যাকওয়ার্ড পয়েন্টে দাঁড়ানো ডেভিড উইলি ক্যাচ নিতে পারেননি, উল্টো চার বানিয়ে দেন। সেই ওভার থেকে আসে ১০ রান। আর সেই ভিন্সই পরে ফিফটি করে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। ১২তম ওভারে এসে মোস্তাফিজ আবারও ঝলক দেখান। মাত্র দুই রান দিয়ে তুলে নেন ফিফটি করা পাতুম নিশাঙ্কার উইকেট। এরপর ১৬তম ওভারে দেন মাত্র ৩ রান। প্রথম ২ ওভারে ২১ রান দেওয়া এই বাঁহাতি পেসার শেষ দুই ওভারে দিয়েছেন মাত্র ৫ রান। মোস্তাফিজের স্পেল শেষ হওয়ার সময় গালফের দরকার ছিল ২৪ বলে ২৯ রান। সেই সমীকরণ তারা সহজেই মেলাতে পেরেছে। নিশাঙ্কা খেলেছেন ৩১ বলে ৬৭ রানের ঝোড়ো ইনিংস, হয়েছেন ম্যাচ-সেরা। এবারের আসরে প্রথম দুই ম্যাচেই হেরেছে দুবাই ক্যাপিটালস। আর গালফ জায়ান্টস দুটিই জিতে পয়েন্ট তালিকার শীর্ষে।

এদিকে, ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলেননি বাংলাদেশের তারকা পেসার তাসকিন। ওই সময় আবুধাবি টি-১০ লিগে খেলেন তিনি। সেখানে নর্দার্ন ওয়ারিয়র্সের হয়ে নজর কেড়েছেন বল হাতে। পরবর্তীতে তাসকিন সরাসরি আইএল টি-টোয়েন্টির দল শারজাহ ওয়ারিয়র্সে যোগ দিয়েছেন। আরব আমিরাতের চলমান ফ্র্যাঞ্চাইজি আসরটিতে ভালো কিছু করার প্রত্যাশা এই ডানহাতি পেসারের। যেন দেশের প্রতিনিধিত্ব ও নামের প্রতি সুবিচার করতে পারেন, এ জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তাসকিন। এ ছাড়া আসন্ন বিপিএল ও টি-টোয়েন্টি বিশ^কাপ সামনে রেখে সুস্থভাবে আইএল টি-২০ যাত্রাও শেষ করার লক্ষ্য তার। শারজাহ ওয়ারিয়র্সের ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিওতে তাসকিন বলেন, ‘সবাইকে অনেক ধন্যবাদ সব সময় পাশে থাকার জন্য, এত ভালোবাসা দেওয়ার জন্য। সবাই দোয়া করবেন, যেন আমি আমার দেশের নাম উজ্জ্বল করে আসতে পারি এবং এই টুর্নামেন্টটা ভালো করে শেষ করে সুস্থ থাকি, যাতে সামনে আমার দেশকে আরও ভালো ভালো খেলা উপহার দিতে পারি এবং ম্যাচ জেতাতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।’ তাসকিন মাঠে নামার আগ পর্যন্ত চলমান আইএল টি-২০-তে একটি ম্যাচ খেলে শারজাহ ওয়ারিয়র্স। টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে তারা আবুধাবি নাইট রাইডার্সের কাছে ৩৯ রানে হেরেছে। ওই ম্যাচের একাদশের বাইরে ছিলেন তাসকিন আহমেদ। পরের ম্যাচে এমআই এমিরেটসের মুখোমুখি হওয়ার কথা তাদের।