সোমবার, ০৮ ডিসেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


মাঠে ময়দানে ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ৮, ২০২৫, ০৭:১৭ এএম

অ্যাশেজ সিরিজ

ব্রিসবেনেও দাপুটে জয় অস্ট্রেলিয়ার

মাঠে ময়দানে ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ৮, ২০২৫, ০৭:১৭ এএম

ব্রিসবেনেও দাপুটে জয় অস্ট্রেলিয়ার

ইংল্যান্ডের বিপক্ষে অ্যাশেজ সিরিজে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে যাচ্ছে অস্ট্রেলিয়া। প্রথম টেস্টের মতো দ্বিতীয়টিতেও দাপুটে জয় তুলে নিয়েছে তারা। গতকাল ব্রিসবেন টেস্টে অস্ট্রেলিয়া ৮ উইকেটে হারায় ইংল্যান্ডকে। এই জয়ে পাঁচ ম্যাচ সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল অস্ট্রেলিয়া।

ব্রিসবেনে গতকাল টেস্টের চতুর্থ দিন গাস অ্যাটকিনসনের বল পুল করে ছক্কায় গ্যালারিতে পাঠালেন স্টিভেন স্মিথ। ম্যাচ জেতার কাজটা সেরে একটা গর্জন দিলেন অজি ভারপ্রাপ্ত অধিনায়ক। ছোট্ট রান তাড়া এর আগের ওভারে জোফরা আর্চার চোটপাট করার পর তাকেও চার-ছক্কায় শান্ত করেছিলেন তিনি। ইংল্যান্ড অবশ্য নেতিয়ে পড়েছিল বেশ আগেই। প্রথম টেস্টের পর দ্বিতীয় টেস্টেও লড়াই জমাতে পারেনি তারা। আগের দিনই ম্যচের নাটাই নিজেদের হাতে নিয়ে নিয়েছিল অস্ট্রেলিয়া। চতুর্থ দিনে উইল জ্যাকস-বেন স্টোকস গড়েন প্রতিরোধ। তবে এই দুজনকে আলগা করে ইংল্যান্ডকে আগাতে দেননি মাইকেল নেসার। মামুলি লক্ষ্যে নেমে কাজ সারতে একদম বেগ পেতে হয়নি অজিদের। ৬৫ রানের লক্ষ্য পেরুতে স্রেফ ১০ ওভার লেগেছে তাদের। এর আগে প্রথম টেস্টেও স্বাগতিকেরা জিতেছিল ৮ উইকেটে।

রান তাড়ায় ট্রেভিস হেড ২২ বলে ২২ করে ফেরার পর ৬ বলে ৩ করে আউট হয়ে যান মারনাশ লাবুশানে, দুজনকেই আউট করেন অ্যাটকিনসন। স্মিথ ৯ বলের উপস্থিতিতে ২ চার, ২ ছক্কায় ২৩ করে অপরাজিত থেকে দলকে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে মাঠ ছাড়েন।  গোলাপি বলের এই টেস্টে শুরুতে আলো ছড়ান মিচেল স্টার্ক। স্টার্কের তোপ সামলে জো রুটের সেঞ্চুরিতে ৩৩৪ তোলে ইংল্যান্ড। ৭৫ রানে ৬ উইকেট নেন স্টার্ক। জবাব দিতে নেমে পাঁচ ফিফটিতে ৫১১ রান তোলে অজিরা, যার মধ্যে ৭৭ করে সবচেয়ে বড় অবদান বল হাতে ঝলক দেখানো স্টার্কেরই। বড় লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ইংলিশদের চেপে ধরেন নেসার। অধিনায়ক স্টোকস ছাড়া আর কেউ ফিফটিও করতে পারেননি, ইংল্যান্ড আটকে যায় ২৪১ রানে।

৪২ রানে ৫ উইকেট নেন নেসার। আগের দিনের ৬ উইকেটে ১৩৪ নিয়ে নেমে সকালের পুরো সময় পার করে দেন স্টোকস-জ্যাকস। দুজনের জুটি চলে গিয়েছিল শত রানের কাছে। মনে হচ্ছিল লড়াই বুঝি জমতে চলেছে। তবে অসময়ে নেসারের বলে কাটা পড়েন ৯২ বলে ৪১ করা জ্যাকস। মিডিয়াম পেসারের বলে স্লিপে জ্যাকসের অবিশ্বাস্য ক্যাচ মুঠোয় জমিয়ে ব্রেক থ্রো পাইয়ে দিতে ভূমিকা রাখেন স্মিথ। প্যাট কামিন্সের অনুপস্থিতিতে সামনে থেকে নেতৃত্ব দিয়ে অস্ট্রেলিয়ার ঝান্ডা উঁচুতে তুলে ধরে গর্ব নিয়ে শেষে মাঠ ছেড়েছেন তিনি।

রূপালী বাংলাদেশ

Link copied!