রাঙামাটি পার্বত্য জেলার দুর্গম বাঘাইছড়িতে ১৪ হাজারেরও অধিক মানুষ পানি বন্দী হয়ে পড়েছে। গত ১৬ আগষ্ট থেকে বৃষ্টি শুরু হয়ে,এখনো বৃষ্টি অব্যাহত রয়েছে। বাঘাইছড়ি উপজেলার নিন্মাঞ্চলের প্রায় ৩০টি গ্রামে বন্যার পানি উঠেছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানিয়েছেন, বন্যায় আশ্রয়িতদের জন্য ৫৫টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে তার মধ্যে ২২টি আশ্রয় কেন্দ্রে ১৮২০জন মানুষ আশ্রয় নিয়েছেন। প্রায় ১৪হাজার মানুষ পানি বন্দী হয়ে পড়েছে।
এই পরিস্থিতি মোকাবেলায় জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান তাৎক্ষণিক ভাবে ২৫ মেট্রিক টন খাদ্য শস্য বরাদ্দ দিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে,গত ৭দিনের অনাবৃষ্টিতে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কাচালং নদীর পানি বৃদ্ধি পেয়ে নিন্মাঞ্চলের বাড়ি ঘর পানিতে তলিয়ে গেছে। এতে পানি বন্দী হয়ে পড়েছে ১৪হাজারের অধিক মানুষ।
গবাদিপশু ও বৃদ্ধ শিশু নিয়ে বিপাকে পড়েছে এইসব মানুষগুলো। হাজার হাজার হেক্টর সব্জির জমি বন্যার পানিতে তলিয়ে গেছে। রাস্তা ঘাটের ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। মারিশ্যা -দীঘিনালা সড়কে পাহাড় ধস হয়েছে।
আপনার মতামত লিখুন :