প্রেমের গোলাপি মাঠে এবার একেবারে নতুন জুটি প্রীতম হাসান ও জেফার রহমান। দুই সংগীত তারকা এবার অভিনয়ে হাত মিলিয়ে হাজির হচ্ছেন ওয়েব ফিল্ম ‘তুমি আমি শুধু’তে।
প্রেমের গল্প নিয়ে তৈরি এই চলচ্চিত্রটি পরিচালনা করছেন ছোট পর্দার চেনা মুখ, শিহাব শাহীন।
চলচ্চিত্রটি মুক্তি পাবে একটি ওটিটি প্ল্যাটফর্মে, নাম এখনো চূড়ান্ত হয়নি। শুটিং শুরু হচ্ছে খুব শিগগিরই। জানা গেল, দীর্ঘ দেড় বছর ধরে এই প্রজেক্ট ঘিরে কাজ করছিলেন পরিচালক।
প্রথমে জেফারকে দিয়েই সিনেমায় অভিষেক করানোর পরিকল্পনা ছিল তার। কিন্তু এর মাঝেই জেফার অন্য কাজ দিয়ে পর্দায় পা রাখেন। অবশেষে এই দুই গায়ক-তারকাকে নিয়ে একসঙ্গে শুরু হচ্ছে শিহাবের স্বপ্নের ‘রোমান্স ড্রামা’।
একটি গণমাধ্যমকে শিহাব শাহীন বলেন, ‘এই নতুন জুটিকে দর্শক পছন্দ করবেন বলেই আমার বিশ্বাস।’
এই মুহূর্তে প্রীতম হাসান আলোচনায় তার ‘ঘুমপাড়ি’ ওয়েব ফিল্ম ও আসন্ন মার্কিন সফর নিয়ে। অন্যদিকে, জেফারকে সম্প্রতি দেখা গেছে শিহাব পরিচালিত ‘আলেন স্বপন সিজন ২’-এ, যেখানে তার পারফরম্যান্স নিয়ে প্রশংসা ঝরেছে সামাজিক মাধ্যমে।
প্রেম, সংগীত আর চমক সবকিছু মিলিয়ে ‘তুমি আমি শুধু’ হয়ে উঠতে চলেছে ওটিটির অন্যতম প্রতীক্ষিত রিলিজ। ইতিমধ্যেই ভক্তদের উত্তেজনা চূড়ায়। এক টুইটার ব্যবহারকারী লেখেন, ‘২০২৫-এ এই জুটি কেউ ভাবেনি!’ আরেকজনের ভাষায়, ‘আমার অলটাইম ফেভারিট! আর অপেক্ষা হচ্ছে না!’
ঈদে মুক্তি পাওয়া শিহাবের সাম্প্রতিক সিনেমা ‘দাগী’ যেমন দেশি-বিদেশি প্রশংসা কুড়িয়েছে, তেমনি ‘তুমি আমি শুধু’ নিয়ে আশার পারদও চড়ছে দ্রুত। এই রোমান্টিক গল্প কতটা হৃদয় ছুঁয়ে যেতে পারে, সেটা জানতে মুখিয়ে আছেন ওটিটি দর্শকরা।
এই জুটি এবার প্রেমের মাঠে ছক্কা হাঁকাতে পারে কি না, সেটাই দেখার অপেক্ষা!
আপনার মতামত লিখুন :