বিশ্ব গণমাধ্যম স্বাধীনতা সূচকে ১৬ ধাপ এগিয়ে ১৪৯তম অবস্থানে উঠে এসেছে বাংলাদেশ।
শুক্রবার (২ মে) ফ্রান্সভিত্তিক আন্তর্জাতিক অলাভজনক সংস্থা রিপোর্টার্স উইদাউট বর্ডারস (আরএসএফ) প্রকাশিত ২০২৫ সালের সূচকে এই অগ্রগতির তথ্য উঠে এসেছে।
১৮০টি দেশের এই তালিকায় বাংলাদেশ এবার স্কোর করেছে ৩৩.৭১, যেখানে গত বছর বাংলাদেশের অবস্থান ছিল ১৬৩তম।
২০১৮ সালের পর এই প্রথমবারের মতো বাংলাদেশ ১৫০-এর মধ্যে এসেছে। তবে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ‘বাংলাদেশে স্বাধীন সাংবাদিকতার পরিস্থিতি এখনও বেশ গুরুতর পর্যায়ে রয়েছে।’
দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ভারত রয়েছে ১৫১তম, পাকিস্তান ১৫৮তম এবং ভুটান ১৫২তম অবস্থানে- যা বাংলাদেশের চেয়ে পিছিয়ে। তবে নেপাল (৯০তম), শ্রীলঙ্কা (১৩৯তম) ও মালদ্বীপ (১০৪তম) এই সূচকে বাংলাদেশকে ছাড়িয়ে গেছে।
রিপোর্টার্স উইদাউট বর্ডারস জানায়, এবারের সূচক হচ্ছে ইতিহাসের সবচেয়ে হতাশাজনক। ১৮০টি দেশের মধ্যে অর্ধেকেই সাংবাদিকতার অনুকূল পরিবেশ ‘খারাপ’ এবং মাত্র এক-চতুর্থাংশ দেশে পরিস্থিতি ‘সন্তোষজনক’।
বিশ্বজুড়ে সাংবাদিকদের নিরাপত্তা, অনলাইনে নিরপেক্ষতা সংকট, রাজনৈতিক প্রভাব ও অর্থনৈতিক চাপসহ নানা দিক থেকে পর্যালোচনা করে এই সূচক তৈরি করা হয়।
বিশ্বচিত্রে আরও তথ্য:
শীর্ষ ৩ দেশ: নরওয়ে (১ম), এস্তোনিয়া (২য়), নেদারল্যান্ডস (৩য়)
যুক্তরাষ্ট্র: ১১ ধাপ পিছিয়ে ৫৭তম স্থানে
রাশিয়া ও ইরান: যথাক্রমে ১৭৭তম ও ১৭৮তম স্থানে
সর্বশেষ: ইরিত্রিয়া (১৮০তম)
আরএসএফ-এর মতে, যুক্তরাষ্ট্রে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট পদে ডোনাল্ড ট্রাম্পের প্রত্যাবর্তনের পর সংবাদমাধ্যমের স্বাধীনতায় ‘উল্লেখযোগ্য অবনতি’ লক্ষ্য করা গেছে। সংস্থাটি এও সতর্ক করেছে যে যুক্তরাষ্ট্রে পরিস্থিতি “স্বৈরাচারী রূপে রূপান্তরের আশঙ্কা তৈরি করেছে।”
বিশ্লেষকদের মতে, বাংলাদেশে সাংবাদিকদের নিরাপত্তা, তথ্যপ্রাপ্তির অধিকার, এবং সম্পাদকীয় স্বাধীনতার বিষয়গুলোতে আরও স্থায়ী ও কাঠামোগত অগ্রগতি প্রয়োজন।
আপনার মতামত লিখুন :