রবিবার, ০৪ মে, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: মে ৩, ২০২৫, ১০:৫৩ এএম

আইপিএল

বিপর্যস্ত হায়দরাবাদ, গুজরাটের দাপুটে জয়

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: মে ৩, ২০২৫, ১০:৫৩ এএম

বিপর্যস্ত হায়দরাবাদ, গুজরাটের দাপুটে জয়

বিদায়ের দ্বারপ্রান্তে হায়দরাবাদ। ছবি: সংগৃহীত

আইপিএলের অন্যতম বিধ্বংসী দল সানরাইজার্স হায়দরাবাদের এবারের চিত্র হতাশাজনক। একের পর এক হারে টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার দ্বারপ্রান্তে গতবারের রানার্সআপরা। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত ৫১তম ম্যাচে গুজরাট টাইটান্স তাদের ৩৮ রানে পরাজিত করে বিদায়ের দ্বারপ্রান্তে নিয়ে যায়।

টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে গুজরাটের দুই ওপেনার শুভমান গিল ও সাই সুদর্শন ঝড়ো সূচনা করেন। এই জুটি ৮৭ রান যোগ করে। সুদর্শন ২৩ বলে ৯টি চারের সাহায্যে ৪৮ রান করে আউট হন।

এরপর গিল ও জস বাটলারের ব্যাটে ভর করে গুজরাট বড় সংগ্রহের দিকে এগোতে থাকে। গিল ৩৮ বলে ৭৬ রানের চমৎকার ইনিংস খেলেন, যেখানে ১০টি চার ও ২টি ছক্কা ছিল। বাটলারও ৩৭ বলে ৬৪ রানের ঝড়ো ইনিংস উপহার দেন, মারেন ৩টি চার ও ৪টি ছক্কা। শেষ পর্যন্ত ২০ ওভারে ৬ উইকেটে ২২৪ রান তোলে গুজরাট। হায়দরাবাদের পক্ষে জয়দেব উনাদকাট ৩টি উইকেট নেন।

বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে হায়দরাবাদের ব্যাটসম্যানরা তেমন সুবিধা করতে পারেননি। ওপেনার অভিষেক শর্মা একাই লড়াই করেন। তিনি ৪১ বলে ৪টি চার ও ৬টি ছক্কার সাহায্যে ৭৪ রান করেন। তবে অন্য প্রান্তে কেউই তাকে যোগ্য সঙ্গ দিতে পারেননি। ট্রাভিস হেড ১৬ বলে ২০ রান করেন। 

এ ছাড়া হেইনরিখ ক্লাসেন ২৩, নিতীশ কুমার রেড্ডি ২১ ও প্যাট কামিন্স ১৯ রান করলেও তা দলের জয়ের জন্য যথেষ্ট ছিল না। শেষ পর্যন্ত ৬ উইকেটে ১৮৬ রানে থামে হায়দরাবাদের ইনিংস। গুজরাটের পক্ষে প্রসিধ কৃষ্ণা ও মোহাম্মদ সিরাজ ২টি করে উইকেট লাভ করেন।

এই ম্যাচে গুজরাট যৌথভাবে সর্বনিম্ন (২২) ডট বল খেলার রেকর্ড গড়ে, যা এর আগে গত আসরে হায়দরাবাদ প্রথম তৈরি করেছিল। টানা পাঁচ ম্যাচ জিতে শুভমান গিলের নেতৃত্বাধীন গুজরাট পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে। ১০ ম্যাচে তাদের সংগ্রহ ১৪ পয়েন্ট।

অন্যদিকে, এই পরাজয়ের ফলে হায়দরাবাদের প্লে-অফে যাওয়ার আশা প্রায় শেষ। ১০ ম্যাচে তাদের সংগ্রহ মাত্র ৬ পয়েন্ট।

রূপালী বাংলাদেশ

Link copied!