বুধবার, ২১ মে, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী ডেস্ক

প্রকাশিত: মে ২১, ২০২৫, ০৫:১০ এএম

ঝিনাইগাতীতে বন্য হাতির আক্রমণে দুই শ্রমিকের মৃত্যু

রূপালী ডেস্ক

প্রকাশিত: মে ২১, ২০২৫, ০৫:১০ এএম

ঝিনাইগাতীতে বন্য হাতির আক্রমণে দুই শ্রমিকের মৃত্যু

ছবি- সংগৃহীত

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার গজনী পাহাড়ের দরবেশ তলা ও বড় গজনী চৌরাস্তা ব্রিজ সংলগ্ন এলাকায় বন্য হাতির আক্রমণে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২০ মে) রাত সোয়া ৯ টার দিকে দরবেশ তলা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আকাশ মিয়া (৪০) গান্ধীগাঁও গ্রামের ছলিমুদ্দিন তালুকদারের ছেলে এবং পেশায় শ্রমিক । অপরদিকে, এফিলিস মারাক (৫০) বড় গজনী গ্রামের সহেন্দ্র মারাকের ছেলে এবং তিনিও কৃষি শ্রমিক  হিসেবে কাজ করতেন।

স্থানীয়রা জানান, গেল কয়েকদিন যাবত গজনী বিট ফরেস্ট অফিস সংলগ্ন হালচাটি কোচপাড়া এলাকায় কয়েকটি বন্য হাতির দল অবস্থান করছিল। মঙ্গলবার রাতে আকাশ ওই এলাকায় চলাচলের সময় হঠাৎ বন্য হাতির দল তার ওপর আক্রমণ করে এবং মুখে পা দিয়ে পিষ্ট করে দেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অপরদিকে, এফিলিস মারাক তার বাড়ির পাশে বড় গজনী চৌরাস্তা ব্রিজ সংলগ্ন এলাকায় অবস্থান করার সময় বন্য হাতির দল তার ওপরও আক্রমণ করে, যার ফলে তিনি ঘটনাস্থলেই মারা যান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঝিনাইগাতী থানার ওসি মো. আল-আমীন বলেন, ‘আকাশের মৃত্যুর বিষয়ে আমরা ব্যবস্থা নেওয়ার সময় এফিলিস মারাকের মৃত্যুর তথ্য পাই। তার লাশ স্থানীয়দের মাধ্যমে জঙ্গল থেকে উদ্ধার করার চেষ্টা চলছে। আমরা প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবো।’

বন্য হাতির আক্রমণে এই দুইজনের মৃত্যুতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে। স্থানীয়রা বন বিভাগের প্রতি বন্য হাতির চলাচল নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন।

রূপালী বাংলাদেশ

Link copied!