ঢাকা শুক্রবার, ০২ মে, ২০২৫

নেত্রকোনায় ৮৯ বোতল বিদেশি মদ জব্দ

নেত্রকোণা প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ২২, ২০২৫, ০১:০০ পিএম
ছবি: রূপালী বাংলাদেশ

নেত্রকোনায় ৮৯ বোতল মদ জব্দ করেছে বাংলাদেশ বডার গার্ড (বিজিবি)। বুধবার (২২ জানুয়ারি) সকাল ১০টায় পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) অধিনায়ক লে. কর্ণেল এ এস এম কামরুজ্জামান (পিবিজিএম)।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত মঙ্গলবার রাত ১১টার দিকে ৩১ বিজিবি’র নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মুন্সিপাড়া বিওপি’র (বর্ডার অবজারভেশন পোস্ট) ছয় সদস্যের একটি বিশেষ টহল দল ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের ঘিলাগড়া নামক এলাকায় অভিযান চালায়। অভিযানে সীমান্ত পিলার ১১৪০/৩-এস থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ৮৯ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়।

অধিনায়ক আরও জানান, এসব মদ আমদানী নিষিদ্ধ এবং অবৈধ পথে আনা হয়েছে। জব্দকৃত আইস ভদকা ও রয়েল স্ট্যাগ ব্র্যান্ডের মদের বোতলগুলো পরবর্তী প্রক্রিয়ার জন্য নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হবে।