পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে বর্ণাঢ্য এক র্যালির আয়োজন করে ইসলামিক ফাউন্ডেশন ফরিদপুরের ভাঙ্গা উপজেলা অফিস।
শনিবার (১ মার্চ) সকাল ১০টার দিকে উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের প্রাঙ্গণ থেকে এ বর্ণাঢ্য র্যালি বের হয়ে ভাঙ্গা হাইওয়ে এক্সপ্রেসওয়ে, ভাঙ্গা বাজার, থানা রোড সহ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ডা. কাজী আবু ইউসুফ স্টেডিয়াম সংলগ্ন সড়কে এসে দোয়া ও মোনাজাতের মাধ্যমে র্যালিটি শেষ হয়।
র্যালিতে মুসল্লিারা ‘নারায়ে তাকবীর, আল্লাহু আকবর’, ‘আহলান সাহলান, মাহে রমজান,’ আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো ‘দিনের বেলা পানাহার, বন্ধ করো করতে হবে’, ‘রমজানের পবিত্রতা, রক্ষা করো করতে হবে’, ‘অশ্লীলতা বেহায়াপনা, বন্ধ করে করতে হবে’ ,‘বিশ্বের মুসলিম এক হও লড়াই করো’, ‘দ্রব্য মূল্যের উর্ধগতি, বন্ধ করো করতে হবে’সহ বিভিন্ন শ্লোগান দেয়।
ইসলামিক ফাউন্ডেশনের উপজেলা ফিল্ড সুপারভাইজার এইচ. এম রুহুল আমিন এর নেতৃত্বে র্যালিতে উপস্থিত ছিলেন, উপজেলা মডেল জি.সি মাওলানা ফরহাদ হোসেন, জি. সি মাওলানা আইয়ুব আলী, জি. সি মাওলানা মো. কিবরিয়া মুন্সি, মো. আবু সাইদ ডা. আনছু, প্রধান শিক্ষক হাফেজ মাওলানা মো. সাখাওয়াত হোসেন, হাফেজ মাওলানা আবুল খায়ের, মুফতি মোস্তফা কামাল খন্দকার, মাওলানা মুস্তাকিন, মুফতি ইসমাঈল হোসেন, মাওলানা জাকারিয়া, হাফেজ মাওলানা আব্দুস সালাম সহ বিভিন্ন মসজিদের ইমাম ও খতিবরা প্রমুখ।
সবশেষে দেশ ও দেশের কল্যাণে এবং পবিত্র রমজান মাসের পবিত্রতা রক্ষায় তৌফিক দানে মহান আল্লাহর দরবারে মোনাজাত করা হয়।
মোনাজাত পরিচালনা করেন মুফতি মো. ইসমাঈল হোসেন।

-20250301095046.webp)
-20250301100014.webp)
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন