রংপুরের পীরগাছায় যাত্রীবাহী পদ্মরাগ কমিউটার ট্রেনের ছয়টি বগি লাইনচ্যুত হয়ে রংপুর ও লালমনিরহাটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। এ ঘটনায় কোনো প্রাণহানি না হলেও বিভিন্ন স্টেশনে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ায় যাত্রীদের চরম ভোগান্তি দেখা দিয়েছে।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে সান্তাহার থেকে ছেড়ে আসা পদ্মরাগ কমিউটার ট্রেনটি লালমনিরহাটের উদ্দেশে যাচ্ছিল। পীরগাছা রেলওয়ের আউট সিগনালের কাছে পৌঁছালে হঠাৎ ট্রেনটির ছয়টি বগি লাইনচ্যুত হয়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বগিগুলো লাইনচ্যুত হওয়ার সঙ্গে সঙ্গেই যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়ে। তবে বড় ধরনের কোনো দুর্ঘটনা বা হতাহতের ঘটনা ঘটেনি।
পীরগাছা রেলওয়ে স্টেশনের মাস্টার জেনারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘এটি একটি দুর্ঘটনা। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। উদ্ধারকাজ চলছে, খুব শিগগিরই ট্রেন চলাচল স্বাভাবিক হবে।’

 
                            -20250916150201.png) 
                                    png-20250916150118.webp)
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                    -20251031233315.webp) 
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                    -20251031164732.webp) 
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন