ঢাকা শনিবার, ০২ আগস্ট, ২০২৫

খাগড়াছড়ির প্রবীণ সাংবাদিক মো. নুরুল আলম আর নেই

খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ৫, ২০২৫, ১২:২১ এএম
প্রয়াত সাংবাদিক মো. নুরুল আলম

খাগড়াছড়ির প্রবীণ সাংবাদিক, গুইমারা প্রেসক্লাবের সভাপতি মো. নুরুল আলম (৬৩) আর নেই। ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন। মঙ্গলবার (৪ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গুইমারায় নিজ বাসভবনে ইন্তেকাল করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর। মৃত্যকালে তিনি স্ত্রী ও সন্তানসহ অংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

সাংবাদিক মো. নুরুল আলমের মৃত্যুতে খাগড়াছড়ির সাংবাদিক মহলে শোকের ছায়া নেমে এসেছে। সাংবাদিক মো. নুরুল আলম দীর্ঘদিন ধরে লিভার ক্যানসারে ভুগছিলেন। সর্বশেষ তিনি ভারতে চিকিৎসা শেষে এক বছরেরও বেশী সময় ধরে সুস্থ ছিলেন। এসময় তিনি পেশাগত কাজেও সক্রিয় ছিলেন।

তার মৃত্যুতে গভীর শোক ও বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছে খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুন কুমার ভট্টাচার্য, সাধারন সম্পাদক এইচ এম প্রফুল্ল, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাহরিয়ার ইউনুছ, সাধারন সম্পাদক ইশতিয়াক আহম্মেদ নিপু, টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ও বিভিন্ন উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দ । পৃথক পৃথকবার্তায় নেতারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন।

 বুধবার সকাল ১০টার সময় প্রয়াত সাংবাদিক মো. নুরুল আলমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন তার বড় ছেলে সাংবাদিক আল মামুন।