তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সিলেট সদর উপজেলার নাজিরেরগাঁও ও নয়াখুররমখলা গ্রামবাসীর মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় উভয়পক্ষের প্রায় ২০ জন আহত হয়েছেন। আহত সবাইকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ মার্চ) রাত ১২টার মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দুই গ্রামের মানুষ এ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
খবর পেয়ে এসএমপির জালালাবাদ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। পরে সেনাবাহিনী দ্রুত গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
এ বিষয়ে পুলিশ জানায়, একটি দোকানে চা পান করাকে কেন্দ্র করে দুই জনের মধ্যে হাতাহাতি হয়। এর জেরেই দুই গ্রামের মানুষদের মধ্যে এ সংঘর্ষের সৃষ্টি।
জালালাবাদ থানার ওসি হারুনুর রশিদ জানিয়েছেন, পরিস্থিতি স্বাভাবিক আছে। সংঘর্ষের ঘটনায় শুক্রবার বেলা ১১টা পর্যন্ত কোনো পক্ষ এখনো অভিযোগ দেয়নি।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন