ঢাকা শনিবার, ১০ মে, ২০২৫

কক্সবাজারে ছাত্রদলের সদস্য ফরম বিতরণ শুরু

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: মে ৯, ২০২৫, ০৫:১৪ পিএম
শপথবাক্য পাঠ করান ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহসভাপতি আরিফুল ইসলাম আরিফ। ছবি-রূপালী বাংলাদেশ

কক্সবাজারে জাতীয়তাবাদী ছাত্রদলের সদস্য সংগ্রহ ফরম বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। জেলার বিভিন্ন কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে সদস্য সংগ্রহ ফরম বিতরণ করা হয়।

শুক্রবার (৯ মে) ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ কার্যক্রম পরিচালনা করা হয়।

জেলা বিএনপির কার্যালয়ে ফরম বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহসভাপতি আরিফুল ইসলাম আরিফ।

বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক তানভীর আহমেদ তানু।

এ সময় দলের নেতাদের শপথবাক্য পাঠ করান আরিফুল ইসলাম আরিফ।

সভাপতিত্ব করেন কক্সবাজার জেলা ছাত্রদলের সাবেক সভাপতি সাহাদাত হোসেন রিপন এবং সঞ্চালনা করেন জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ফাহিমুর রহমান।

উপস্থিত ছিলেন, জেলা ছাত্রদলের সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি সাইফুর রহমান নয়ন ও সাবেক জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদক মিজানুল ইসলাম।