ঢাকা শনিবার, ১২ জুলাই, ২০২৫

গাজীপুরে নকল সিগারেট জব্দ, গ্রেপ্তার ১

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ১১, ২০২৫, ১০:৩৪ পিএম
কোনাবাড়ীতে নকল সিগারেট বিক্রি করায় একজনকে গ্রেপ্তার। ছবি- রূপালী বাংলাদেশ

গাজীপুরের কোনাবাড়ীতে অভিযান চালিয়ে ৮ হাজার ৬৪০ প্যাকেট নকল সিগারেট জব্দ করেছে পুলিশ, যার আনুমানিক বাজারমূল্য ১০ লাখ টাকা। এ সময় নকল সিগারেট বিক্রির সঙ্গে জড়িত থাকার অভিযোগে আশিক (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়।

শুক্রবার (১১ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন জিএমপি কোনাবাড়ী থানার এসআই অজয় চন্দ্র রায়।

গ্রেপ্তারকৃত আশিক জামালপুর জেলার সরিষাবাড়ী থানার নলসোন্দা গ্রামের রেজাউল করিমের ছেলে। সে জরুন শামসুল মেম্বারের বাড়ি ভাড়া নিয়ে গোডাউন হিসেবে ব্যবহার করে নকল সিগারেটের ব্যবসা করত।

পুলিশ জানায়, বৃহস্পতিবার কোনাবাড়ী থানাধীন জরুন পশ্চিম পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার সঙ্গে থাকা আরও একজন পালিয়ে যায়। তাকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

জব্দকৃত নকল সিগারেট। ছবি- রূপালী বাংলাদেশ

এসআই অজয় চন্দ্র রায় বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে নগরীর জরুন পশ্চিম পাড়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে বিভিন্ন ব্র্যান্ডের ৮ হাজার ৬৪০ প্যাকেট সিগারেট, সিগারেট বিক্রির নগদ ৫৫ হাজার টাকা এবং সিগারেট বহনের জন্য ব্যবহৃত একটি অটোরিকশা জব্দ করা হয়।’

পুলিশ আরও জানায়, আশিক কোনাবাড়ী, কাশিমপুর, গাজীপুর চৌরাস্তাসহ বিভিন্ন এলাকায় নকল সিগারেট সরবরাহ করত।

জিএমপি কোনাবাড়ী থানার ওসি মো. সালাউদ্দিন আহমেদ জানান, গ্রেপ্তারকৃত আশিককে আজ দুপুরে আদালতে পাঠানো হয়েছে।