পাকিস্তানের লাহোরের একটি স্কুলে শিক্ষার্থীদের ক্লাস নেওয়ার সময় নিয়াজ আহমেদ নামে এক শিক্ষকের মৃত্যু হয়েছে।
এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাদ্যম দ্য ডন।
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, নিয়াজ আহমেদ লাহোরের একটি বেসরকারি স্কুলে উর্দুর শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের ক্লাস নিচ্ছিলেন তিনি। পড়াতে পড়াতে হঠাৎ করেই বুক চেপে ধরে মাটিতে বসে পড়েন তিনি। তখন পুরো ক্লাসে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই ছুটে যান আহমেদের দিকে।
এতে আরও বলা হয়েছে, উপস্থিতরা তার জ্ঞান ফেরানোর চেষ্টা করেন। কিন্তু লাভ হয়নি। আহমেদকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
এ ঘটনার ভিডিওটি ভাইরাল হয়েছে। তা দেখে দুঃখ প্রকাশ করেছেন নেটিজেনরা। অনেকে আবার কমবয়সিদের মধ্যে হৃদরোগে আক্রান্ত হওয়ার প্রবণতা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন।