ঢাকা শনিবার, ১২ জুলাই, ২০২৫

কুষ্টিয়ায় স্বেচ্ছাসেবক দলনেতার বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ১২, ২০২৫, ০১:৪০ পিএম
ভেড়ামারায় স্বেচ্ছাসেবক দলের এক নেতার বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ। ছবি- রূপালী বাংলাদেশ

কুষ্টিয়ার ভেড়ামারায় স্বেচ্ছাসেবক দলের এক নেতার বাড়িতে হামলার অভিযোগ উঠেছে। হামলার সময় দুর্বৃত্তরা তার ছোট ভাইয়ের ঘরে অগ্নিসংযোগ করে এবং ককটেল ফাটিয়ে এলাকা ছেড়ে যায়।

শুক্রবার (১১ জুলাই) গভীর রাতে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের জামালপুর গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ওই নেতা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব লাল চাঁদ।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ১টার দিকে একদল দুর্বৃত্ত অস্ত্রশস্ত্র নিয়ে লাল চাঁদের বাড়িতে হামলা চালায়। তারা লাল চাঁদের ছোট ভাই ও যুবদল কর্মী সুবেল আহম্মেদের ঘরে আগুন ধরিয়ে দেয়। এরপর বাড়ির দিকে লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন।

সুবেল আহম্মেদ অভিযোগ করে বলেন, ‘রাজনৈতিক প্রতিপক্ষের লোকজন এই হামলা চালিয়েছে। তারা আমার বড় ভাইয়ের ঘরে ভাঙচুর করেছে এবং আমার ঘরে আগুন ধরিয়ে দিয়েছে।’

কুঁচিয়ামোড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) নাজমুল হোসেন বলেন, ‘ঘরে আগুন দেওয়া হয়েছিল। এতে ঘরটি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনাস্থল থেকে দুটি ককটেল উদ্ধার করা হয়েছে। ভুক্তভোগী পরিবার একাধিক ব্যক্তির নাম উল্লেখ করেছে। বিষয়টি তদন্তাধীন।’