স্থানীয় সামাজিক রাজনীতির বিরুদ্ধে গিয়ে বিয়ে করার অভিযোগে এক নবদম্পতির কাঁধে জোয়াল বেঁধে জমি চাষ করিয়েছে গ্রামবাসীরা। ভারতের উড়িষ্যা রাজ্যের রায়গড়া জেলার কাঞ্জমাঝিরা গ্রামে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে।
শুক্রবার (১১ জুলাই) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রেমের সম্পর্কে জড়িয়ে বিয়ে করেছিলেন ওই যুবক ও তরুণী। তারা একই গ্রামের বাসিন্দা। কিন্তু জানা গেছে, যুবকটি নববধূর ফুফাতো ভাই, যা স্থানীয় রীতিনীতিতে এই বিয়ে নিষিদ্ধ হিসেবে ধরা হয়। এই ‘অপরাধে’ গ্রামের কিছু মানুষ ক্ষিপ্ত হয়ে ওঠে এবং তাদের ওপর চালায় ভয়ংকর নির্যাতন।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, শাস্তি হিসেবে ওই নবদম্পতির কাঁধে কাঠের জোয়াল বেঁধে জমিতে চাষ করানো হয়। এই ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। ভিডিওতে দেখা যায়, একদল গ্রামবাসী দম্পতিকে টেনেহিঁচড়ে মাঠে নিয়ে যাচ্ছে।
তারপর তাদের কাঁধে জোয়াল বেঁধে জমিতে টানতে বাধ্য করছে। ক্লান্ত হয়ে পড়লে, গরুর মতো লাঠি দিয়ে মারধর করতেও দেখা যায় কয়েকজনকে।
চাষ শেষ হওয়ার পর তাদের নিয়ে যাওয়া হয় গ্রামের একটি মন্দিরে। সেখানে ‘প্রায়শ্চিত্ত’ করতেও বাধ্য করা হয় নবদম্পতিকে। পুরো ঘটনায় সামাজিক মাধ্যমে নেটিজেনরা তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। অনেকেই এই ঘটনাকে বর্বরতা এবং মানবাধিকার লঙ্ঘন বলে আখ্যা দিয়েছেন।
রায়গড়ার পুলিশ সুপার এস স্বাতী কুমার জানান, পুলিশের একটি দল ইতোমধ্যে গ্রাম পরিদর্শন করেছে। দ্রুতই এই ঘটনায় মামলা দায়ের করা হবে বলে জানান তিনি।