ঢাকা রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫

আড়াইহাজারে ছাত্রলীগ নেতা রবিন গ্রেপ্তার

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ১৪, ২০২৫, ০৮:১৩ পিএম
আরিফুর রহমান রবিন। ছবি- রূপালী বাংলাদেশ

নারায়ণগঞ্জের আড়াইহাজারে নিষিদ্ধ ঘোষিত ছাত্রসংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১৩ সেপ্টেম্বর) রাতে ঢাকার গুলশান এলাকা থেকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তার ছাত্রলীগ নেতার নাম আরিফুর রহমান রবিন (৪৫)। তিনি উপজেলার ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক। তিনি উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের ছোট ফাউসা এলাকার বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমানের ছেলে।

নারায়ণগঞ্জের সহকারী পুলিশ সুপার (গ সার্কেল) মেহেদী ইসলাম জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১৩ সেপ্টেম্বর) দিবাগত রাতে আড়াইহাজার থানা পুলিশ ঢাকার গুলশান এলাকায় অভিযান চালিয়ে আরিফুর রহমান রবিনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত রবিন নারায়ণগঞ্জ-২ আড়াইহাজার থেকে নির্বাচিত সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম বাবুর ভাগনি সুমনার স্বামী।’

আড়াইহাজার থানা পুলিশের উপপরিদর্শক মাজহারুল ইসলাম জানান, রবিন একটি হত্যা মামলার এজাহার নামীয় আসামি হওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে আরও বিভিন্ন অভিযোগে আড়াইহাজারসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলেও তিনি জানান।

আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ খন্দকার নাসিরউদ্দিন রবিনকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে জানান, তার বিরুদ্ধে অভিযোগগুলো পুলিশ তদন্ত করছে।