ঢাকা রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫

নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কায় ইলন মাস্ক

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ১৪, ২০২৫, ০৫:৫৬ পিএম
ইলন মাস্ক। ছবি- সংগৃহীত

যুক্তরাষ্ট্রে কট্টর ডানপন্থী রাজনৈতিক কর্মী ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী চার্লি কার্ক হত্যাকাণ্ডের পর নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক। এ ঘটনায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদারের প্রয়োজনীয়তার কথাও জানিয়েছেন তিনি।

সম্প্রতি এক শেয়ারহোল্ডার মাস্কের নিরাপত্তা ব্যয় বাড়ানোর আহ্বান জানালে, ‘এক্স’ প্ল্যাটফর্মে সরাসরি প্রতিক্রিয়া জানিয়ে মাস্ক বলেন, ‘নিরাপত্তা অবশ্যই জোরদার করতে হবে।’

তথ্য অনুযায়ী, ২০২৪ সালের জানুয়ারি থেকে ২০২৫ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ইলন মাস্কের নিরাপত্তায় টেসলা ব্যয় করেছে ৩৩ লাখ ডলার। আগের বছর এ খরচ ছিল ২৯ লাখ ডলার। তবে অন্যান্য প্রযুক্তি প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীদের তুলনায় মাস্কের নিরাপত্তা খাতে এ ব্যয় এখনো তুলনামূলকভাবে কম।

শেয়ারহোল্ডারের উদ্বেগ

‘টেসলাবুমারমামা’ নামে পরিচিত এক টেসলা বিনিয়োগকারী আলেক্সান্দ্রা মের্ৎস পরিচালনা পর্ষদের কাছে মাস্কের নিরাপত্তা বাড়ানোর আহ্বান জানান। এক্স-এ একটি চার্ট শেয়ার করে তিনি লেখেন, ‘টেসলা ও পরিচালনা পর্ষদ, আপনারা কি এই ব্যয় উল্লেখযোগ্যভাবে বাড়াতে পারেন না? এক বছরেরও বেশি আগে আমি আপনাদের কাছে শেয়ারহোল্ডার চিঠিও পাঠিয়েছিলাম।’

এর জবাবে ইলন মাস্ক সরাসরি বলেন, ‘নিরাপত্তা অবশ্যই জোরদার করতে হবে।’

নিরাপত্তা সংস্থা ও মাস্কের নিজস্ব উদ্যোগ

ইলন মাস্কের নিরাপত্তায় নিযুক্ত রয়েছে গ্যাভিন ডে বেকার অ্যান্ড অ্যাসোসিয়েটস নামের একটি পেশাদার প্রতিষ্ঠান। পাশাপাশি মাস্ক নিজেও ‘ফাউন্ডেশন সিকিউরিটি’ নামে একটি নিরাপত্তা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। তাঁর বিভিন্ন কোম্পানি যেমন টেসলা ও স্পেসএক্স—এই নিরাপত্তা ব্যয় ভাগাভাগি করে বহন করে।

অন্য সিইওদের নিরাপত্তা ব্যয় তুলনা

মাস্কের বার্ষিক নিরাপত্তা ব্যয় যেখানে ৩৩ লাখ ডলার, সেখানে মেটা সিইও মার্ক জাকারবার্গের নিরাপত্তায় বছরে ব্যয় হয় প্রায় ২ কোটি ৩৪ লাখ ডলার। অ্যাপল সিইও টিম কুকের জন্য এ ব্যয় ৮ লাখ ২০ হাজার ডলার এবং অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসের ক্ষেত্রে তা প্রায় ১৬ লাখ ডলার।

চার্লি কার্ক ও প্রতিক্রিয়া

চার্লি কার্ক ছিলেন এক কট্টর ডানপন্থী রাজনৈতিক কর্মী, যিনি মাত্র ১৮ বছর বয়সে ২০১২ সালে টার্নিং পয়েন্ট ইউএসএ নামের একটি অলাভজনক রাজনৈতিক সংগঠন প্রতিষ্ঠা করেন। তাঁর সাম্প্রতিক হত্যাকাণ্ড যুক্তরাষ্ট্রজুড়ে তীব্র প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে।

‘টেসলারাটি’ নামে একটি গণমাধ্যম জানায়, কার্কের মৃত্যুর পর ইলন মাস্কের প্রতি হুমকির পরিমাণ উল্লেখযোগ্যভাবে বেড়েছে, বিশেষ করে রেডিট এবং ব্লুস্কাইয়ের মতো প্ল্যাটফর্মে। বিশেষজ্ঞদের মতে, মাস্কের রাজনৈতিক অবস্থান এবং সামাজিক মাধ্যমে তাঁর স্পষ্ট ও খোলামেলা মন্তব্যই এসব হুমকির অন্যতম কারণ।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া