ঢাকা শনিবার, ১২ জুলাই, ২০২৫

নরসিংদীতে কাঁচামরিচ ৬০০ টাকা কেজি, দিশাহারা ক্রেতা

পলাশ (নরসিংদী) প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ১২, ২০২৫, ০৯:৩২ এএম
ঘোড়াশাল বাজারসহ আশপাশের বিভিন্ন বাজারে হঠাৎ করেই কাঁচামরিচের দাম অস্বাভাবিক হারে বেড়েছে। ছবি- রূপালী বাংলাদেশ

নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল বাজারসহ আশপাশের বিভিন্ন বাজারে হঠাৎ করেই কাঁচামরিচের দাম অস্বাভাবিক হারে বেড়ে গেছে।

শনিবার (১২ জুলাই) সকালে ঘোড়াশাল বাজারে প্রতি কেজি কাঁচামরিচ বিক্রি হচ্ছে ৬০০ টাকায়। অথচ এক দিন আগেও এই দাম ছিল ২০০ টাকা।

স্থানীয়রা জানান, কয়েকদিন আগেও কাঁচামরিচের কেজি ছিল ৮০ থেকে ১০০ টাকার মধ্যে। সেখানে এখন ৬০০ টাকা দিতে হচ্ছে, যা মধ্যবিত্ত ও নিম্নআয়ের মানুষের জন্য একপ্রকার অবর্ণনীয় চাপ হয়ে দাঁড়িয়েছে।

ঘোড়াশাল বাজারের এক ব্যবসায়ী সোহেল মিয়া বলেন, ‘টানা বৃষ্টির কারণে দেশের বিভিন্ন এলাকায় কাঁচামরিচের উৎপাদন ব্যাহত হয়েছে। অনেক জায়গায় মরিচগাছ নষ্ট হয়ে গেছে। ফলে সরবরাহ কমে গেছে, তাই দাম বাড়ছে।’

তবে এ বক্তব্যে সন্তুষ্ট নন ক্রেতারা। বাজারে কেনাকাটা করতে আসা ইয়াবুর রহমান বলেন, ‘বৃষ্টির অজুহাত দেখিয়ে এভাবে দাম বাড়ানো অযৌক্তিক। কিছু অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট সৃষ্টি করে গায়ের জোরে দাম বাড়িয়ে দিয়েছেন।’

বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত সরকারি মনিটরিং ও ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী ক্রেতারা। তারা বলেন, নিত্যপ্রয়োজনীয় এই পণ্যের দাম যদি এভাবে বাড়তে থাকে, তাহলে সাধারণ মানুষের রান্নাঘরেই আগুন ধরে যাবে।