ঢাকা মঙ্গলবার, ০২ ডিসেম্বর, ২০২৫

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চৌদ্দগ্রামে দুই গ্রামবাসীর সংঘর্ষ

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ২, ২০২৫, ১২:১৭ এএম
ছবি- রূপালী বাংলাদেশ

কুমিল্লার চৌদ্দগ্রাম পৌরসভার কালিরবাজার এলাকায় সোমবার (১ ডিসেম্বর) রাতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কয়েক ঘণ্টা যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজট সৃষ্টি হয়।

সংঘর্ষের সময় মহাসড়কে আটকে পড়া বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয় এবং একটি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়। পাশাপাশি বাজারের অন্তত ১০-১২টি দোকানপাটে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনাও ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাতে কালিরবাজার মাদ্রাসায় ওয়াজ মাহফিলে পাঁচড়া ও রামচন্দ্রপুর গ্রামের কয়েকজন কিশোরের মধ্যে ঝামেলার সূত্রপাত হয়।

এর জেরে সোমবার সন্ধ্যায় উভয় গ্রামের শতাধিক লোকজন দেশীয় অস্ত্র নিয়ে জড়ো হলে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। এ সময় ইট-পাটকেল নিক্ষেপে উভয় পক্ষের অন্তত ১০–১২ জন আহত হন।

পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে মহাসড়কের দুই পাশে প্রায় ২ কিলোমিটার জুড়ে যানজট সৃষ্টি হয় এবং যান চলাচল বন্ধ হয়ে যায়।

হামলায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী নিজাম উদ্দিন জানান, রোববার রাতের ঝামেলার জেরে সোমবার সন্ধ্যার পর উভয় গ্রামের লোকজন সংঘর্ষে জড়ায়। হামলাকারীরা আমার দোকানসহ বাজারের ১০-১২টি দোকানে ভাঙচুর চালায়। আমার দোকান থেকে কয়েক লাখ টাকার মালামাল ও নগদ টাকা লুট করে নিয়ে যায়।

ঘটনার খবর পেয়ে চৌদ্দগ্রাম মডেল থানার ওসি মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ দ্রুত পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছান।

তিনি জানান, আমরা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি এবং বন্ধ থাকা মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করেছি। বর্তমানে এলাকায় শান্ত পরিস্থিতি বিরাজ করছে।

পুলিশ ঘটনাস্থলে অতিরিক্ত ফোর্স মোতায়েন করেছে এবং পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে।