ঢাকা শনিবার, ১০ মে, ২০২৫

গাজীপুরে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

রূপালী ডেস্ক
প্রকাশিত: মে ১০, ২০২৫, ০১:৪৬ পিএম
গাজীপুরে শিক্ষার্থী ও স্থানীয়দের সড়ক অবরোধ। ছবি: রূপালী বাংলাদেশ

গাজীপুরে নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থী ও স্থানীয়রা।

বৃহস্পতিবার (৮ মে) সিয়াম নামে এক শিক্ষার্থীকে বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে হত্যার অভিযোগ ওঠে। এর প্রতিবাদে আজ শনিবার (১০ মে) গাজীপুরের মাস্টারবাড়ি এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষুব্ধ শিক্ষার্থী ও স্থানীয়রা।

বিচারের দাবিতে উত্তেজিত শিক্ষার্থীরা একটি ‘তাকওয়া পরিবহন’ নামের বাস ভাঙচুর করে। এতে এলাকায় যান চলাচলে বিঘ্ন ঘটে এবং সৃষ্টি হয় তীব্র যানজট।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, ‘দোষীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এবং শিক্ষার্থীদের নিরাপদ চলাচলের জন্য অবিলম্বে কার্যকর ব্যবস্থা নিতে হবে।’