ঢাকা শনিবার, ১০ মে, ২০২৫

আইপিএলের পর ভারতের বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগ স্থগিত

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: মে ১০, ২০২৫, ০৫:৪৩ পিএম
ছবি : সংগৃহীত

ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনাকর পরিস্থিতির কারণে অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগের দ্বিতীয় আসর।

ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি) গতকাল শুক্রবার এক আনুষ্ঠানিক বিবৃতিতে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে।

বিবৃতিতে সিএবি কর্তৃপক্ষ জানায়, উদ্ভূত পরিস্থিতিতে পুরুষ ও নারী উভয় দলের আসন্ন বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগ স্থগিত করা হয়েছে। পুরুষদের টুর্নামেন্টটি আগামী ১৬ মে এবং নারীদের প্রতিযোগিতা ৪ জুন থেকে শুরু হওয়ার কথা ছিল।

সিএবি আরও জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক হলে এবং উপযুক্ত সময়ে টুর্নামেন্টের নতুন সূচি ও মাঠের তালিকা প্রকাশ করা হবে।

অন্যদিকে, একই দিনে চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগও (আইপিএল) মাঝপথে স্থগিত করা হয়েছে। ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এই জনপ্রিয় ক্রিকেট লিগটি আপাতত এক সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে বলে জানা গেছে।

এই পরিস্থিতিতে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি) ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সঙ্গে যোগাযোগ করেছে। তারা জানিয়েছে, আইপিএলের বাকি অংশ আয়োজনের জন্য ইংল্যান্ডের দরজা খোলা আছে।