মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পই প্রথম ভারত ও পাকিস্তান যুদ্ধবিরতিতে সম্মতি হয়েছে বলে ঘোষণা দেন। উভয় পক্ষ রাজি হওয়ার পেছনে ৩৬টি দেশ কূটনৈতিক তৎপরতা চালিয়েছে। কিন্তু পারমাণবিক রাষ্ট্র দুটির মধ্যে কে আগে যুদ্ধবিরতির জন্য প্রস্তাব দিয়েছিল- তা নিয়ে চলছে আলোচনা।
যুক্তরাষ্ট্রভিত্তিক টেলিভিশন চ্যানেল সিএনএন জানিয়েছে, ভারতের সঙ্গে যুদ্ধবিরতির আলোচনা বিষয়ে অবগত পাকিস্তানের একটি সরকারি সূত্র জানায়, মার্কিন যুক্তরাষ্ট্র এই চুক্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
নাম প্রকাশ না করার শর্তে সূত্রটি জানিয়েছে, তীব্র লড়াইয়ের পর এই চুক্তিটি করা হয়েছে, যেখানে উভয় পক্ষই আশঙ্কা করেছিল যে, পরস্পরের বিরুদ্ধে পাল্টাপাল্টি হামলা নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে।
হামলা নিয়ে হতবাক
সূত্রটি জানিয়েছে, শুক্রবার (৯ মে) উভয় পক্ষই একটি চুক্তির দিকে এগিয়ে যাচ্ছে। তবে স্থানীয় সময় শনিবার ভোরে পাকিস্তানি তিনটি বিমান ঘাঁটিতে নয়াদিল্লি ক্ষেপণাস্ত্র হামলায় ইসলামাবাদ ‘চোখে শর্ষে ফুল’ দেখেছে।
পাকিস্তান সরকার বিশ্বাস করেছিল যে কূটনৈতিক আক্রমণ খুব কাছাকাছি ছিল এবং হামলায় হতবাক হয়েছে।
পাল্টা জবাবে পাকিস্তান ভারতের বিমান ঘাঁটি ও বিতর্কিত কাশ্মীর অঞ্চলে নিয়ন্ত্রণ রেখার কাছে সামরিক লক্ষ্যবস্তুতে আরও বড় আকারের হামলা চালায়। ‘চোখের বদলে চোখ’ উল্লেখ করে বিবৃতি দেয় পাকিস্তানি সেনাবাহিনী।
সূত্রটি আরও জানিয়েছে, পাকিস্তানের প্রতিক্রিয়ার মাত্রা দেখে নয়াদিল্লি হতবাক হয়ে গেছে। এবং শনিবারের পরে শান্তি আলোচনায় অংশ নেওয়ার বিষয়ে ‘গুরুতর’ হয়ে উঠেছে। তাতে সায় দেয় পাকিস্তানও।
আলোচনা যখন তুঙ্গে উঠছিল তখনও সূত্রটি জানিয়েছে যে, ভারত আরও রকেট ছুঁড়েছে, পাকিস্তানও পাল্টা জবাব দিয়েছে। কিন্তু মার্কিন আশ্বাসের ফলে আলোচনা অব্যাহত ছিল।
মার্কিন পদক্ষেপ
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও আলোচনায় মধ্যস্থতাকারী হিসেবে ‘স্মরণীয় ভূমিকা’ পালন করেছেন। সূত্রটি জানিয়েছে, সৌদি আরব ও তুরস্কের কর্মকর্তারাও এতে জড়িত ছিলেন।
দুপুরের মাঝামাঝি সময়ে কোনো পক্ষই নতুন করে হামলা চালায়নি। এর দুই ঘণ্টা পর যুদ্ধবিরতি ঘোষণা করা হয়।
রুবিও কীভাবে ভারতকে চুক্তিতে একমত হতে রাজি করান তা নিশ্চিত ছিল না বলে জানায় সূত্রটি। তবে ভারতীয় কর্মকর্তারা চুক্তিতে মধ্যস্থতাকারী মার্কিন কর্মকর্তাদের প্রভাবকে খাটো করে দেখেছেন। একটি সূত্র জানিয়েছে, যুদ্ধবিরতি ‘সরাসরি’ পাকিস্তানের সাথে সম্পন্ন হয়েছিল।