ঢাকা সোমবার, ১৮ আগস্ট, ২০২৫

বড় নিয়োগ বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে

রূপালী ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১৮, ২০২৫, ০৮:৫৫ এএম
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড লোগো। ছবি- সংগৃহীত

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (BWDB) সম্প্রতি একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট পদে মোট ৪৬৮ জন জনবল নিয়োগের উদ্দেশ্যে এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহী ও যোগ্যতাসম্পন্ন বাংলাদেশি নারী ও পুরুষ প্রার্থীদের কাছ থেকে অনলাইনে দরখাস্ত আহ্বান করা হয়েছে।

 

পদের নাম ও বিবরণ

পদের নাম: ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট

পদসংখ্যা: ৪৬৮ (পদসংখ্যা পরিবর্তনযোগ্য)

বেতন গ্রেড: গ্রেড-১৬

বেতন স্কেল: ৯,৩০০ – ২২,৪৯০ টাকা

 

শিক্ষাগত যোগ্যতা

উচ্চমাধ্যমিক (HSC) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ

নির্মাণকাজে ন্যূনতম ১ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

 

পূর্বের আবেদনকারীদের জন্য

২৮/০৬/২০২০ তারিখে প্রকাশিত বিজ্ঞপ্তির বিপরীতে যারা আবেদন করেছিলেন, তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই

আগের আবেদনকারীদের নিজ নিজ User ID-তে আবেদন গৃহীত হয়েছে কি না, তা নিশ্চিত করতে বলা হয়েছে

 

আবেদন পদ্ধতি

আবেদন করতে হবে শুধু অনলাইনে

ওয়েবসাইট: jobs.bwdb.gov.bd

আবেদনের ফি: ১০০/- টাকা (অফেরতযোগ্য), অনলাইনে পরিশোধ করতে হবে

আবেদনপত্র ও ফি জমাদানের নিয়মাবলি ওই পোর্টালেই পাওয়া যাবে

কোনো হার্ড কপি বা সরাসরি আবেদন গ্রহণযোগ্য নয়

 

আবেদনের সময়সীমা

শেষ তারিখ: ১৮ সেপ্টেম্বর ২০২৫ (বৃহস্পতিবার)

সময়: বিকেল ৪টা পর্যন্ত

শিক্ষাগত যোগ্যতার চূড়ান্ত ফলাফল আবেদন দাখিলের আগেই প্রকাশিত হতে হবে

‘Appeared’ বা অপেক্ষমাণ ফলাফলের প্রার্থীরা আবেদন করতে পারবেন না

 

বয়সসীমা

সর্বোচ্চ বয়স: ৩২ বছর (০১ আগস্ট ২০২৫ তারিখে নির্ধারিত)

বয়স যাচাইয়ের ক্ষেত্রে শুধু এসএসসি/সমমান সনদ গ্রহণযোগ্য

অন্য কোনো সনদ বা অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়

 

পরীক্ষার ধাপ

লিখিত পরীক্ষা (প্রাথমিকভাবে নির্বাচিতদের)

 

মৌখিক পরীক্ষা

প্রযোজ্য ক্ষেত্রে ব্যবহারিক পরীক্ষা

Admit Card ডাউনলোড করা যাবে ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে

পরীক্ষার সময়, তারিখ, কেন্দ্র ইত্যাদি ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে

মৌখিক বা ব্যবহারিক পরীক্ষার জন্য নতুন প্রবেশপত্র ইস্যু হবে না।