গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তা এলাকায় একটি খাবার হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে গাজীপুর ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
শুক্রবার (১০ অক্টোবর) ভোর ৬টার দিকে আগুনের সূত্রপাত হয়। বিষয়টি নিশ্চিত করেছে আগুন নিয়ন্ত্রণে আনা ফায়ার সার্ভিস সূত্রগুলো।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, চান্দনা চৌরাস্তা এলাকার ‘নাম্বার ওয়ান রেস্তোরাঁ’তে হঠাৎ আগুন লাগে। তা দেখে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে এবং দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দেয়।
খবর পেয়ে চৌরাস্তা মডার্ন ফায়ার স্টেশনের দুটি ও জয়দেবপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিটসহ মোট চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। টানা এক ঘণ্টার চেষ্টায় তারা আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল মামুন জানান, ‘খবর পেয়ে আমাদের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।’
তাৎক্ষণিকভাবে আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে তদন্ত চলছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।