আজ শুক্রবার (১০ অক্টোবর) খ্যাতিমান ভাস্কর হাবীবা আখতার পাপিয়ার জন্মদিন। তিনি বর্তমানে শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজিতে সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন।
১৯৭৭ সালের ১০ অক্টোবর কিশোরগঞ্জে জন্মগ্রহণ করেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অর্জন করে মাস্টার্স সম্পন্ন করেন।
ভাস্কর্য শিল্পে এই সময়ের সবচেয়ে পরিচিত নারী শিল্পীদের একজন তিনি। দুটি একক প্রদর্শনীর পাশাপাশি দেশে-বিদেশে অসংখ্য দলীয় প্রদর্শনীতে অংশ নিয়েছেন। নেপাল, মালয়েশিয়া, ভুটান, জার্মানিসহ একাধিক দেশে অনুষ্ঠিত প্রদর্শনীতে তার শিল্পকর্ম বিশেষভাবে প্রশংসিত হয়েছে।
স্মৃতি, নারীমুক্তি, স্পেস ও ফর্ম এই চারটি বিষয় তার ভাস্কর্য নির্মাণের মূল অনুপ্রেরণা। সম্প্রতি জুলাই অভ্যুত্থানকে কেন্দ্র করে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে ভাস্কর্য কর্মশালা পরিচালনা করেছেন তিনি। ব্রোঞ্জ কাস্টিং প্রযুক্তিতে নির্মিত আধুনিক ভাস্কর্য তার শিল্পযাত্রাকে দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনে পরিচিতি এনে দিয়েছে।
শিল্পের পাশাপাশি তিনি একজন প্রশিক্ষিত ফ্যাশন ডিজাইনার। পাশাপাশি রাজনীতি সচেতন নাগরিক হিসেবে কিশোরগঞ্জের পাকুন্দিয়া অঞ্চলের উন্নয়নেও কাজ করছেন। তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জাতীয়তাবাদী আদর্শের অনুসারী হিসেবে পরিচিত। নিজের জন্মদিন উপলক্ষে নিজেকে উৎসর্গ করে একটি একক প্রদর্শনীর পরিকল্পনা নিয়েছেন তিনি।
জন্মদিন উপলক্ষে দেওয়া এক শুভেচ্ছা বার্তায় ভাস্কর পাপিয়া সবার কাছে দোয়া কামনা করেছেন।
শিল্পকলায় অসাধারণ অবদানের জন্য তিনি বিভিন্ন সরকারি ও বেসরকারি সম্মাননা ও পুরস্কারে ভূষিত হয়েছেন। তার একাধিক শিল্পকর্ম সরকারি ও বেসরকারি সংগ্রহশালায় সংরক্ষিত আছে।