ঢাকা শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫

ভিসা জটিলতায় সৌদিতে আটকে আছে প্রবাসীর মরদেহ

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ১০, ২০২৫, ১১:২৫ এএম
মোহাম্মদ ইব্রাহীম (৪৮)। ছবি- রূপালী বাংলাদেশ

ভিসা সংক্রান্ত জটিলতার কারণে সৌদি আরবে মারা যাওয়া চট্টগ্রামের আনোয়ারা উপজেলার এক প্রবাসীর মরদেহ এখনো দেশে আনা সম্ভব হয়নি। এতে শোকস্তব্ধ পরিবারটি চরম দুশ্চিন্তা ও মানসিক কষ্টে দিন কাটাচ্ছে।

দীর্ঘ নয় বছর প্রবাস জীবন কাটানো হাফেজ মোহাম্মদ ইব্রাহীম (৪৮) গত ৬ অক্টোবর (বাংলাদেশ সময় রাত ৯টার দিকে) সৌদি আরবের কিং আবদুল আজিজ হাসপাতালে ইন্তেকাল করেন।

হাফেজ ইব্রাহীম আনোয়ারা উপজেলার বরুমছড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ওয়াজের বাড়ির বাসিন্দা। তিনি জীবিকার তাগিদে প্রায় নয় বছর আগে সৌদি আরবের মক্কায় যান এবং আর দেশে ফিরে আসেননি।



মৃতের মেয়ের জামাই হাফেজ মাওলানা মিজানুর রহমান আনোয়ারী জানান, ‘ভিসা জটিলতার কারণে মরদেহ দেশে আনা সম্ভব হচ্ছে না। ফলে দেশে থাকা স্বজনরা অসহায়ভাবে অপেক্ষা করছেন মরহুমের শেষ বিদায় জানাতে।’

পরিবারের পক্ষ থেকে মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করা হয়েছে।