ঢাকা শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫

ট্রাম্প নোবেল না পাওয়ায় কী বলছে হোয়াইট হাউস

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ১০, ২০২৫, ০৬:০১ পিএম
প্রতীকী ছবি।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নোবেল শান্তি পুরস্কার পাওয়ার আকাঙ্ক্ষার কথা কখনো গোপন করেননি। গতকাল বৃহস্পতিবারও তিনি দাবি করেছেন, তার প্রথম ও দ্বিতীয় মেয়াদে তিনি গাজার যুদ্ধসহ আটটি বৈশ্বিক সংঘাত বন্ধ করেছেন।

এসব কিছুর পরও ট্রাম্পকে পুরস্কারের জন্য নির্বাচিত না করায় হোয়াইট হাউসের মুখপাত্র স্টিভেন চেউং এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে নোবেল কমিটির সমালোচনা করেছেন। চেউং এক্সে এক পোস্টে লিখেছেন, ‘(প্রেসিডেন্ট ট্রাম্পের) মানবিক হৃদয় রয়েছে। তার মতো আর কেউ কখনো আসবেন না, যিনি শুধু তার ইচ্ছাশক্তি দিয়ে পাহাড়ও টলিয়ে দিতে পারেন।’

চেউং আরও লিখেছেন, ‘নোবেল কমিটি প্রমাণ করেছে, তারা শান্তির চেয়ে রাজনীতিকে বেশি গুরুত্ব দেয়।’

কী বলছে নোবেল কমিটি

শান্তি পুরস্কার জয় নিয়ে ট্রাম্পের প্রকাশ্যে আকাঙ্ক্ষা ব্যক্তি করার বিষয়ে সাংবাদিকেরা প্রশ্ন করলে নোবেল কমিটির চেয়ারম্যান ইয়োর্গেন ভাটনে ফ্রিডনেস বলেন, তারা শুধু ‘আলফ্রেড নোবেলের কাজ ও ইচ্ছার’ ওপর ভিত্তি করে সিদ্ধান্ত নিয়ে থাকেন। ফ্রিডনেস আরও বলেন, ‘আমরা প্রতিবছর হাজার হাজার চিঠি পাই, যেখানে মানুষ বলতে চান—কোনটি তাদের জন্য শান্তির পথ তৈরি করে। এই কমিটি এমন একটি ঘরে বসে, যা সব পুরস্কার বিজয়ীদের প্রতিকৃতিতে পূর্ণ এবং সেই ঘরটি সাহস ও সততায় পরিপূর্ণ।’

নোবেল কমিটির চেয়ারম্যান বলেন, ‘সুতরাং, আমরা আমাদের সিদ্ধান্ত শুধু আলফ্রেড নোবেলের কাজ এবং ইচ্ছার ওপর ভিত্তি করেই নিই।’