ইলিশের প্রধান প্রজনন মৌসুমে সরকার ঘোষিত নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার অভিযোগে চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অভিযান চালিয়ে ২১৫ কেজি ইলিশ জব্দ করেছে উপজেলা মৎস্য দপ্তর ও নৌ-পুলিশ। এ সময় আট জেলেকে আটক করে কারাগারে পাঠানো হয়েছে।
সরকার ঘোষিত নিয়ম অনুযায়ী, ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন সাগরে মাছ ধরা সম্পূর্ণ নিষিদ্ধ। এ সময় ইলিশ আহরণ, পরিবহন, মজুত, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় সামুদ্রিক মৎস্য আইনে দণ্ডনীয় অপরাধ।
মা ইলিশ রক্ষা কার্যক্রমের অংশ হিসেবে বৃহস্পতিবার (১০ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে কালাবিবির দীঘিসংলগ্ন এলাকায় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রাশিদুল হকের নেতৃত্বে উপজেলা মৎস্য দপ্তর, বাংলাদেশ নৌ-পুলিশ ও বার আউলিয়া পুলিশ ফাঁড়ির একটি যৌথ দল এ অভিযান পরিচালনা করে।
অভিযানে আনুমানিক ২১৫ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। পরে স্থানীয় জনপ্রতিনিধিদের উপস্থিতিতে জব্দ করা মাছ স্থানীয় নিবন্ধিত ১২টি এতিমখানায় বিতরণ করা হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রাশিদুল হক বলেন, ‘নিষিদ্ধ সময়কালে মা ইলিশ ধরা, বিক্রি বা পরিবহন সম্পূর্ণভাবে আইনবিরুদ্ধ। মা ইলিশ সংরক্ষণে আমাদের অভিযান অব্যাহত থাকবে।’