কুমিল্লার দেবিদ্বার-চান্দিনা সড়কের ভাঙাচোরা রাস্তা সংস্কারের দাবিতে অভিনব প্রতিবাদ জানালেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।
শুক্রবার (১০ অক্টোবর) সকালে দেবিদ্বার উপজেলার কাচিশাইর বাজারের সামনে স্থানীয় মানুষদের সঙ্গে একত্র হয়ে রাস্তার বড় বড় গর্তে জমে থাকা পানিতে দেশি মাছের পোনা ছাড়েন তিনি।
এ সময় তিনি বলেন, ‘দেবিদ্বারের রাস্তাঘাট এত খারাপ যে এখানে মাছ চাষ করা যায়। আমি মাছ ছাড়ছি, আপনারা চাইলে ছাড়বেন। রাস্তা ঠিক না হলে অন্তত মানুষ কিছু মাছ খেতে পারবে।’
হাসনাত আবদুল্লাহ আরও জানান, ‘এই রাস্তায় প্রতিদিন মানুষ চলাচল করছে। কয়েক দিন আগে এক শিশু মৃত্যুবরণ করেছে। তাই রাস্তাটি দ্রুত সংস্কারের দাবি জানাচ্ছি।’
স্থানীয়রা জানান, দেবিদ্বার-চান্দিনা সড়কটি প্রায় ১৫ কিলোমিটার দীর্ঘ এবং বহু বছর ধরে ভাঙা ও বড় বড় গর্তে পূর্ণ। এতে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে এবং যাত্রীদের চলাচল কঠিন হয়ে পড়েছে।
এদিকে, হাসনাত আবদুল্লাহ হুঁশিয়ারি দিয়েছেন, অক্টোবরের ২০ তারিখের মধ্যে সংস্কার শুরু না হলে মহাসড়কে যান চলাচল বন্ধ করে ধান চাষ করা হবে।
এর আগে বৃহস্পতিবার (৯ অক্টোবর) তার এবং কুমিল্লা সড়ক ও জনপথ (সওজ) বিভাগের প্রধান নির্বাহী প্রকৌশলী খন্দকার গোলাম মোস্তফার মধ্যে কথোপকথনের একটি কল রেকর্ড সামাজিক মাধ্যমে ভাইরাল হয়।