ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির সরাসরি প্রভাব পড়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল)। স্থগিত করা হয়েছে জনপ্রিয় এই টি-টোয়েন্টি টুর্নামেন্টের ১৮তম আসর।
তবে, এই পরিস্থিতিতে স্থগিত হওয়া আইপিএলের বাকি অংশ আয়োজন করার আগ্রহ প্রকাশ করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
ভারত-পাকিস্তান উত্তেজনার জেরে শুক্রবার আইপিএলের চলতি আসর এক সপ্তাহের জন্য স্থগিত ঘোষণা করা হয়। তবে বিদেশি ক্রিকেটারসহ সকলের নিজ দেশে ফিরে যাওয়ায় নিকট ভবিষ্যতে এই টুর্নামেন্ট পুনরায় শুরু হওয়ার সম্ভাবনা ক্ষীণ।
এই প্রেক্ষাপটে, ইসিবি জানিয়েছে, ইংল্যান্ডের মাটিতে আইপিএল আয়োজনের জন্য সম্ভাব্য সময় হতে পারে এই বছরের সেপ্টেম্বর মাস।
দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে আরও বলা হয়েছে, এই সহায়তার প্রস্তাব নিয়ে ইতিমধ্যেই বিসিসিআই সচিবের সঙ্গে আলোচনা করেছেন ইসিবির প্রধান নির্বাহী রিচার্ড গোল্ড।
ভারত যদি আগামী এক সপ্তাহের মধ্যে আইপিএল পুনরায় চালু করতে না পারে, তাহলে ইংল্যান্ড বছরের শেষ দিকে এই টুর্নামেন্ট আয়োজন করতে প্রস্তুত বলে জানিয়েছে তারা।
ইসিবি'র একটি সূত্র জানিয়েছে, সেপ্টেম্বরে আইপিএল আয়োজনের বিষয়টি বিবেচনা করা হচ্ছে। যদিও সূত্রটি একইসঙ্গে জানিয়েছে, এই মুহূর্তে যুক্তরাজ্যে আইপিএল আয়োজন নিয়ে কোনো 'সক্রিয় আলোচনা' চলছে না।