ঢাকা রবিবার, ১১ মে, ২০২৫

‘শাকিব খানের মতো হতে চাই’

রূপালী ডেস্ক
প্রকাশিত: মে ১০, ২০২৫, ১১:০১ পিএম
অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। ছবি: সংগৃহীত

বাংলাদেশের শীর্ষনায়ক শাকিব খান। সিনেমা ছাড়া পর্দার বাইরেই বেশিরভাগ সময় কাটান এই অভিনেতা। সাক্ষাৎকার বা টিভি প্রোগ্রামেও দেখা যায় না তাকে। বরাবরই লোকচক্ষুর আড়ালে থাকতে ভালোবাসেন তিনি।

অভিনেত্রী আশনা হাবিব ভাবনার কাছে শাকিব খানের এই গুনটাই নাকি বেশ মুগ্ধ লাগে। সম্প্রতি একটি সাক্ষাৎকারে ভাবনা জানিয়েছেন, শাকিবের মতো হতে চাই, লোকচক্ষুর আড়ালে নিজেকে রাখতে চাই।

ভাবনা বলেন, ‘শাকিবকে বিজ্ঞাপনে দেখবেন না, কোনো ইন্টারভিউয়ে দেখবেন না, কারণ তিনি এতটা এভেলেইবল না। তাকে সব জায়গায় পাওয়া যায় না। নায়ককে সবসময় আড়ালেই থাকতে হয়। কারণ দর্শক যখন টিকেট কেটে সিনেমা হলে যাবেন, তখন এমন কাউকেই দেখতে যাবেন যাকে সচারচর দেখা যায় না।’

ভাবনা আরও বলেন, ‘আমি না, শাকিব খানের মতোই হতে চাই। যে কারণে তিন বছর ধরে নাটক বা ছোট পর্দায় কাজ করছি না। ভয়ঙ্কর সুন্দর সিনেমার জন্য প্রস্তুতি নিচ্ছি। এমনকি কোথাও ইন্টারভিউও দিচ্ছি না।’

শাকিবের প্রশংসায় অভিনেত্রী বলেন, ‘বরবাদ সিনেমায় শাকিবের লুক ছিল সুপার। আমি নিজেও কখনো সুযোগ পেলে তার নায়িকা হতে চাইবো।’