আওয়ামী লীগ নিষিদ্ধে উত্তাল ঢাকা। আন্দোলনকারীরা নতুন নতুন কর্মসূচি দিয়ে যাচ্ছেন। সবশেষ ‘মার্চ ফর যমুনা’ কর্মসূচিও ঘোষণা করেছে।
এরমধ্যেই চলছে প্রধান উপদেষ্টার বাসভবনে উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক।
সেই বৈঠকের কী আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত হয়েছে? সেই ঘোষণা কি আসছে? এমন নানা প্রশ্নই এখন সবার মুখে।
ফলে সবার দৃষ্টি এখন যমুনায়। তাদের অপেক্ষা সেখান থেকে কী সিদ্ধান্ত আসে।
তবে শনিবার (১০ মে) রাত ১০টা পর্যন্ত উপদেষ্টাদের বৈঠকের সিদ্ধান্ত জানা যায়নি।
রাত ৮টায় শুরু হওয়া ওই বৈঠকের ব্রিফিংয়ের অপেক্ষায় যমুনায় বাইরে জড়ো হওয়া গণমাধ্যম কর্মীরা।
সেখানে ব্রিফিংয়ের জন্য মঞ্চও প্রস্তুত করা হয়েছে।
অন্যদিকে শাহবাগ মোড় থেকে এসে এখন শাহোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে অবস্থান নিয়েছে ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য।
তারা আওয়ামী লীগকে নিষিদ্ধসহ তিন দফা দাবি করছে।
এসব দাবিতে যমুনা অভিমুখে লংমার্চের ঘোষণাও দিয়েছেন বিক্ষুব্ধ ছাত্র-জনতা।