ঢাকা রবিবার, ১১ মে, ২০২৫

বাংলাদেশ কিনছে চীনের অত্যাধুনিক জে-১০সি যুদ্ধবিমান

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: মে ১০, ২০২৫, ১১:২৫ পিএম
চীনা নির্মিত জে-১০সি যুদ্ধবিমান। ছবি- সংগৃহীত

ভারত-পাকিস্তান সংঘাতের আবহে চীনের জে-১০সি যুদ্ধবিমান নতুন করে আলোচনায় এসেছে, যা ভারতের রাফালকে মোকাবিলা করতে সক্ষম বলে দাবি করা হচ্ছে। এবার বাংলাদেশও এই অত্যাধুনিক যুদ্ধবিমান কেনার আগ্রহ প্রকাশ করেছে।

ডিফেন্স সিকিউরিটি এশিয়ার চলতি বছরের প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশ বিমানবাহিনী (বিএএফ) ১৬টি জে-১০সি মাল্টিরোল যুদ্ধবিমান কেনার প্রক্রিয়া শুরু করেছে। এর মাধ্যমে বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় পাকিস্তানের পর দ্বিতীয় দেশ হিসেবে এই যুদ্ধবিমান ব্যবহার করবে এবং পুরনো এফ-৭ ইন্টারসেপ্টরগুলোর প্রতিস্থাপন করবে।

স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশ বিমানবাহিনী (বিএএফ) ১৬টি জে-১০সি যুদ্ধবিমান কেনার প্রক্রিয়া এগিয়ে নিচ্ছে, যা পুরোনো চীনা নির্মিত এফ-৭ ইন্টারসেপ্টরগুলোর পরিবর্তে ব্যবহৃত হবে।

এ বিষয়ে বাংলাদেশ বিমানবাহিনীর প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খান বলেন, দেশের আকাশ প্রতিরক্ষা সক্ষমতা আধুনিকায়নের প্রয়োজনীয়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, আমরা আধুনিক যুদ্ধবিমান এবং অ্যাটাক হেলিকপ্টার অর্জনের সর্বোচ্চ চেষ্টা করছি।

বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশ এই চুক্তির মাধ্যমে তাদের সামরিক সক্ষমতা বৃদ্ধি করতে পারবে, যা আঞ্চলিক নিরাপত্তার ভারসাম্য রক্ষায় সহায়ক হবে।

চীন ও বাংলাদেশের দীর্ঘদিনের প্রতিরক্ষা সহযোগিতার অংশ হিসেবে এই চুক্তি একটি নতুন মাইলফলক। এর আগে ২০২২ সালে পাকিস্তানও ২৫টি জে-১০সি যুদ্ধবিমান কিনেছিল।